ব্রেকিং: মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়

ব্রেকিং: মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়

9249e48ecae802b813fb0543301a8b0e

 কলকাতা: মন্ত্রিত্ব থেকে অপসারিত পার্থ চট্টোপাধ্যায়৷ বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকের দিকেই নজর ছিল গোটা রাজ্যের।  শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে পদ থেকে সরানো হবে কি না, সেটাই ছিল বড় প্রশ্ন৷ অবশেষে শিক্ষক নিয়োগ মামলায় গ্রেফতার হওয়ার ছ’ দিন পর পার্থ চট্টোপাধ্যায়কে সরকার থেকে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- SSC আন্দোলনকারীদের নিয়ে চিন্তিত অভিষেক, দিলেন দেখা করার আশ্বাস

রাজ্য সরকারের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করে পার্থ চট্টোপাধ্যায়কে তাঁর দফতর থেকে সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করা হল৷ শিল্প মন্ত্রক ছাড়াও তিনি ছিলেন পরিষদীয় মন্ত্রী৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন উঠছিল৷ চাপ ছিল তৃণমূল সরকারের উপর৷ বিরোধীরা নানা প্রশ্ন তুলছিলেন৷ অবশেষে পরিষদীয়, শিল্প-বাণিজ্য-তথ্য প্রযুক্তি মন্ত্রিত্ব-হারা পার্থ৷  

 
পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্যাট থেকে যে ভাবে তাল তাল সোনা এবং কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে, তার পর থেকে লাগাতার বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে তৃণমূল সরকারকে৷ প্রশ্ন তুলেছিলেন, কেন এখনও মন্ত্রিত্ব থেকে সরানো হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়কে? গ্রেফতার হওয়ার ৬ দিন পর বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে তাঁকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল৷ 

পার্থকে গ্রেফতারের দিনেই সাংবাদিক সম্মেলন করে তৃণমূল জানিয়েছিল, আদালতে দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল। দু’দিন পর স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়  বঙ্গসম্মানের অনুষ্ঠানের বক্তৃতায় প্রায় একই কথা বলেন। সেই সঙ্গে তিনি এও বলেন, দোষী প্রমাণিত হলে যাবজ্জীবন দিক আই ডোন্ট কেয়ার৷ তবে মমতা এবং তাঁর দলের শীর্ষ নেতৃত্ব বুঝিয়ে দেন, আপাতত পার্থকে দলীয় পদ বা মন্ত্রিত্ব থেকে সরানো হচ্ছে না। কিন্তু বিরোধীরা পার্থকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের দাবিতে সরব হন। তৃণমূলের অন্দরেও পার্থর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জোড়াল হচ্ছিল। এর পরেই এই সিদ্ধান্ত৷