কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অভিযোগ, শিক্ষামন্ত্রী থাকাকালীন তিনি নিয়োগে দুর্নীতি করেছেন। এদিকে শহর কলকাতায় দীর্ঘদিন ধরে প্রতিবাদ এবং বিক্ষোভ জানিয়ে আসছেন ‘বঞ্চিত’ চাকরি প্রার্থীরা। সদ্য তাদের আন্দোলন ৫০০ দিনে পড়েছে। এই অবস্থায় তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি সরকারি কোনও পদে নেই, তাও আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে তাদের সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন তিনি বলে খবর।
আরও পড়ুন- রসিকা হত্যা মামলায় নড়া মোড়, শ্বশুরবাড়ির আবেদন খারিজ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে
জানা গিয়েছে, তৃণমূল সাংসদ সম্প্রতি আন্দোলনের প্রথম সারির নেতা শহিদুল্লাকে ফোন করেছিলেন। তাঁর সঙ্গে কথা বলার পর তিনি আশ্বাস দিয়েছেন যে আগামী শুক্রবার তিনি বিক্ষোভকারীদের সঙ্গে গিয়ে দেখা করবেন। একই সঙ্গে আন্দোলনকারীদের ৫,৬ জনের প্রতিনিধিদলকে ডেকে পাঠিয়েছেন অভিষেক, এমনটাই খবর পাওয়া গিয়েছে। চাকরি প্রার্থীদের অনুমান, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে যেহেতু এবার উদ্যোগ নিয়েছেন তাই কিছু একটা উপায় বেরোবে। ইতিমধ্যেই তাঁরা পার্থ চট্টোপাধ্যায় ইস্যুতে ‘খুশি’, কারণ তাঁরা মনে করছেন এই গ্রেফতারি তাদের আন্দোলনকে আরও শক্তি দিয়েছে। এবার অভিষেকের অন্তর্ভুক্তি হয়তো তাদের সমাধান সূত্র খুঁজে দেবে।
এদিকে আবার শিক্ষক নিয়োগ নিয়ে নতুন দুর্নীতির অভিযোগ উঠেছে৷ বিস্তারিত মেধা তালিকা প্রকাশ হতেই ফের দুর্নীতির অভিযোগে সোচ্চার চাকরিপ্রার্থীরা৷ এই বিষয়ে হাই কোর্টের দৃষ্টি আকর্ষণ করে তাঁরা জানান, এসএসসি-র নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অনিয়ম হয়েছে। এ ক্ষেত্রেও মেধাতালিকার বাইরের অনেক প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে। চাকরিপ্রার্থীদের এই দাবি শোনার পরেই তাদের নতুন করে মামলা করার অনুমতি দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷