সুপ্রিম কোর্ট নয়, কলকাতা হাই কোর্টেই আস্থা পার্থর, ডিভিশন বেঞ্চকে জানালেন কল্যাণ

সুপ্রিম কোর্ট নয়, কলকাতা হাই কোর্টেই আস্থা পার্থর, ডিভিশন বেঞ্চকে জানালেন কল্যাণ

9249e48ecae802b813fb0543301a8b0e

কলকাতা: এসএসসি মামলায় হাই কোর্টে ধাক্কা খেতেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ডিভিশন বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যান পার্থ৷ আজ অর্থাৎ শুক্রবার সুপ্রিম কোর্টে সেই মামলা শুনানির কথা ছিল। আজ সুপ্রিম কোর্টের বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করার কথা ছিল তাঁর৷ তবে আপাতত সিদ্ধান্ত বদল৷ কলকাতা হাইকোর্টেই আস্থা রাখছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থর হয়ে এদিন বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চকে জানান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন- SSC নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয়বার CBI তলব পার্থকে

পার্থ চট্টোপাধ্যায়ের সুপ্রিম কোর্টে যাওয়ার বিষয়টি জানা যায় শীর্ষ আদালতের ওয়েবসাইট থেকে৷ সুপ্রিম কোর্টে তাঁর আবেদন, এসএসসি দুর্নীতি মামলায় প্রথম থেকে তাঁকে ‘পক্ষ’ হিসাবে ঘোষণা করা হয়নি। এখন তাঁকে সিবিআই দফতরে যেতে বলা হচ্ছে। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি৷ তাঁর বিরুদ্ধে আগামিদিনে যেন কোনও কড়া পদক্ষেপ না করা হয়— শীর্ষ আদালতে সেই আবেদনও জানান পার্থ। তবে আপাতত ডিভিশন বেঞ্চের উপরেই আস্থা রাখছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী৷