SSC নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয়বার CBI তলব পার্থকে

SSC নিয়োগ দুর্নীতি মামলায় দ্বিতীয়বার CBI তলব পার্থকে

কলকাতা: মন্ত্রী পরেশচন্দ্র অধিকারীর পর এসএসসি মামলায়  দ্বিতীয়বার সিবিআই তলব করা হল পার্থ চট্টোপাধ্যায়কে৷ শুক্রবার সকাল ১১টায় পরেশ অধিকারীকে দ্বিতীয়বার তলব করে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। তার আগে ১০টা ৪০ মিনিটে নিজাম প্যালেসে পৌঁছে যান পরেশ। এর পরেই দ্বিতীয়বার তলব করা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে৷ 

এসএসসি মামলায় রক্ষাকবচ চেয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে এই মামলাটির শুনানি৷ পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী অনিন্দ্য মিত্র আদালতকে জানান, এসএসসি মামলার আবেদনে কোথাও পার্থ চট্টোপাধ্যায়ের নাম উল্লেখ নেই। তাহলে কীসের ভিত্তিতে মন্ত্রী পদ থেকে সরিয়ে দেওয়া হবে বা কেন তিনি পদত্যাগ করবেন? আদালত এটা কি ভাবে বলছে?  ডিভিশন বেঞ্চের কাছে তাঁর সওয়াল, এই মামলাটি জনস্বার্থ হিসেবে দেখেছে কলকাতা হাই কোর্টের সঙ্গেল বেঞ্চ। সিঙ্গেল বেঞ্চের সেই এক্তিয়ার রয়েছে কিনা, সেই প্রশ্নও তোলেন তিনি৷ 

এসএসসি মামলায় ইতিমধ্যেই সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে পার্থ চট্টোপাধ্যায়কে৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও গিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। তবে আপাতত হাইকোর্টেই আস্থা রাখছেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থর হয়ে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চকে জানান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷