কলকাতা: ইডি’র পর এবার সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতেই থাকবেন তিনি। কিন্তু তার আগে আরও একবার চরমভাবে ভেঙে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর একাধিকবার সংবাদমাধ্যমের সামনে মিনতি করতে দেখা গিয়েছে তাঁকে। শুক্রবার আবার করলেন। আলিপুর আদালত থেকে বেরনোর পথে ‘মরে যাব’ বলে চিৎকার করে উঠলেন তিনি।
আরও পড়ুন- গরু পাচার মামলায় ফের কেষ্টর বাড়িতে সিবিআই হানা, জিজ্ঞাসাবাদ অনুব্রত-কন্যা সুকন্যাকে
শুক্রবার পার্থ চট্টোপাধ্যায় হাজিরা দিতে গিয়েছিলেন আলিপুর আদালতে। নির্দেশ এসেছে, ২১ সেপ্টেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে থাকবেন পার্থ এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷ শুনানির পর পার্থকে আদালতকক্ষ থেকে বার করে নিয়ে যাওয়া হচ্ছিল কোর্ট লকআপে। তার মাঝেই সংবাদমাধ্যম এবং আইনজীবীদের ভিড়। বাইরে থেকে সাধারণ মানুষ ‘চোর চোর’ বলে চিৎকার করছে। গোটা পরিস্থিতির মধ্যে পড়ে কার্যত দিশাহারা হয়ে পড়েছিলেন পার্থ। ভিড়ের চাপে চিৎকার করতে শুরু করেন তিনি; ”ছাড়ুন… মরে যাব, আমি মরে যাব, আমাকে বেরোতে দিন।”
এদিকে আজও আদালতে পার্থ চট্টোপাধ্যায় জামিন চেয়ে কাতর আবেদন করেন। বলেন, তিনি খুব অসুস্থ, তাঁকে যেন জামিন দেওয়া হয়। জামিন দিলেও সিবিআই তাঁদের কাজ করতে পারবে। আগের দিনের মতো, এদিনও প্রায় কাঁদো কাঁদো অবস্থায় পার্থ বিচারককে অনুরোধের সুরে বলেন, ”বিচারের প্রতি আস্থা রাখছি। আপনি আপনার মতো বিচার করবেন। আমি খুব অসুস্থ, সারা দিন অনেক ওষুধ খাই।” কিন্তু তাতে কোনও লাভ হয়নি। বরং সিবিআই দাবি করে, যারা এখনও পর্যন্ত এই মামলায় গ্রেফতার হয়েছেন তাঁদের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। নিয়োগ কাণ্ডে তাঁর ভূমিকাই সবচেয়ে বড়।