বোলপুর: গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলের বোলপুরের বাড়িতে ফের সিবিআই হানা। শুক্রবার দুপুরে বোলপুরের নিচুপট্টি এলাকায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতির বাড়িতে পৌঁছন তদন্তকারী অফিসাররা। সূত্রের খবর, অনুব্রতের মেয়ে সুকন্যা মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করছেন তাঁরা৷
আরও পড়ুন- চিকিৎসকরা নন, এবার প্রসব করাবেন নার্সরা, বাংলায় আসছে নতুন মডেল
এর আগে, গত ১৭ অগাস্ট সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিলেন সিবিআই অফিসাররা৷ কিন্তু, সেদিন জিজ্ঞাসাবাদ না করেই ফিরে যেতে হয়েছিল তাঁদের। সুকন্যা জানিয়েছিলেন, তাঁর মা প্রয়াত হয়েছেন৷ বাবা জেলে৷ তাঁর মানসিক অবস্থা ভাল নেই। সেদিন ফিরে গেলেও আজ সমস্ত রকম আইনি প্রক্রিয়া সেরেই নিচুপট্টির বাড়িতে পৌঁছেছেন আধিকারিকরা। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে সূত্রের খবর।
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতারের পর একাধিক সম্পত্তির হদিস পেয়েছে সিবিআই। বীরভূম এলাকায় একাধিক চালকলে ইতিমধ্যেই হানা দিয়েছেন তদন্তকারীরা। সেই চালকলগুলির মধ্যে অন্যতম ‘ভোলে বোম রাইস মিল’। যার মালিকানা রয়েছে সুকন্যা ও অনুব্রতর প্রয়াত স্ত্রীর নামে৷ ওই চালকলের প্রাক্তন মালিক শ্যামল মণ্ডলকেও জিজ্ঞাসাবাদের জন্য সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে ডেকে পাঠানো হয়েছিল৷ শুক্রবার তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়। শান্তিনিকেতনে সিবিআই-এর অস্থায়ী শিবিরে হাজিরা দেন অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারিও। গরু পাচার-কাণ্ডে তদন্তে নেমে অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট ১৬ কোটি ৯৭ লক্ষ টাকার হদিস পায় কেন্দ্রীয় তদন্তকারীরা। যদিও অনুব্রতর দাবি, বেনামে তাঁর কোনও সম্পত্তি নেই৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>