টাকা নেওয়ার প্রসঙ্গ মুছে দেওয়ার আর্জি! নির্দেশনামায় সংশোধন চান পার্থ

টাকা নেওয়ার প্রসঙ্গ মুছে দেওয়ার আর্জি! নির্দেশনামায় সংশোধন চান পার্থ

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন ভুবনেশ্বর এইমসে। শারীরিক পরীক্ষা হচ্ছে তাঁর। এদিকে গতকাল যে নির্দেশনামা ছিল তা থেকে বেশ কিছু পর্যবেক্ষণ মুছে দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি বলে খবর। এক কথায়, নির্দেশনামা সংশোধন করতে চান পার্থ চট্টোপাধ্যায়। এই আর্জিই তিনি করছেন।

আরও পড়ুন- ‘মা’কে দেখবেন’ মন্তব্য করে কটাক্ষের শিকার অর্পিতা, নেটিজেনরা দিল দাওয়াই

মূলত চার ক্ষেত্রে সংশোধনের আর্জি জানিয়েছেন রাজ্যের শিল্পমন্ত্রী। এফআইআরে নাম থাকা অভিযুক্তদের টাকা নেওয়ার প্রসঙ্গ মুছে দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। একই সঙ্গে, তল্লাশিতে আইনজীবী উপস্থিত না থাকার অভিযোগ সম্ভবত মিথ্যে, এই অংশও মোছার আর্জি রাজ্যের মন্ত্রীর। এছাড়াও চিকিৎসার আড়ালে জিজ্ঞাসাবাদ এড়ানোর সম্ভাবনার প্রসঙ্গও মুছে দিতে চাইছেন তিনি। পাশাপাশি হাজার হাজার যোগ্য প্রার্থীদের অশ্রু ধারায় অভিশপ্ত হওয়ার প্রসঙ্গও মুছে দিতে আর্জি জানিয়েছেন পার্থ। মন্ত্রীকে এসএসকেএমে ভর্তি করার সিদ্ধান্তের বিরোধিতা করে রবিবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। সেই নির্দেশের সংশোধন চেয়েই সোমবার আদালতের দ্বারস্থ হলেন পার্থ চট্টোপাধ্যায়।  

এদিকে এইমসে হয়েছে বিক্ষোভ। মন্ত্রীর কারণেই তাঁরা চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না বলে অভিযোগ রোগীর পরিজনদের। বিক্ষোভকারীদের সিংহভাগই বাংলার বাসিন্দা। তাঁদের দাবি, রাজ্যে চিকিৎসা পরিষেবা না পেয়ে ভিন রাজ্যে এসেছেন। কিন্তু সেখানেও বিঘ্ন ঘটছে, শুধুমাত্র এ রাজ্যের ‘ভিআইপি’ রোগীর জন্য৷ আসলে পার্থ চট্টোপাধ্যায় এইমসে আসার পরই শুরু হয় ঠেলাঠেলি৷ ভিড়ের মধ্যে অনেকে চোটও পান৷ অভিযোগ, মন্ত্রীমশাইয়ের জন্যই সাধারণ মানুষের চিকিৎসা পেতে অসুবিধা হচ্ছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =