কলকাতা: বছর ঘুরতেই পঞ্চায়েত ভোট৷ সম্ভবত মার্চ-এপ্রিলেই হবে ভোট৷ ইঙ্গিত রাজ্য নির্বাচন কমিশনের৷ পাশাপাশি রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত ভোট করানোর ইঙ্গিতও দেওয়া হয়েছে৷
আরও পড়ুন- সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়! নিম্নচাপে পরিণত হবে ঘূর্ণাবর্ত, জানাল হাওয়া অফিস
জানা গিয়েছে, আগামীকালই ২০টি জেলার আসন বিন্যাস-আসন সংরক্ষণ নিয়ে খসড়া তালিকা প্রকাশ করা হবে৷ এই তালিকা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে ২ নভেম্বরের মধ্যে সে বিষয়ে ডিএম কমিশনের কাছে জানানো যাবে৷ নভেম্বরের শেষ দিকে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে৷ ডিসেম্বর মাসে প্রধান, উপপ্রধান, সভাপতি, সহ সভাপতি, সভাধিপতি এই সমস্ত পদ সংরক্ষণের কাজ শুরু হবে৷ আগামী জানুয়ারি মাসে প্রকাশিত হবে বিজ্ঞপ্তি৷ ফলে ফেব্রুয়ারির আগে যে পঞ্চায়েত ভোট করা সম্ভব নয়, তা কমিশনের ইঙ্গিতে স্পষ্ট৷ সম্ভবত মার্চ-এপ্রিল নাগাদ হবে পঞ্চায়েত ভোট৷
এদিকে, হাওড়া পুরনির্বাচন কবে হবে, তা নিয়েও বড় প্রশ্ন ছিল৷ কারণ, এবছরই হাওড়া পুরনির্বাচন হওয়ার কথা থাকলেও, নানা জটিলতায় তা হয়নি৷ ৫০টি ওয়ার্ডকে ৬৬টি ওয়ার্ডে পরিণত করা হচ্ছে এবং তা সংরক্ষণের কাজ এখনও চলছে৷ তাই ২০২৩-এর আগে সেখানে ভোট সম্ভব নয়৷ আগামী বছরেই ভোট হাওড়া পুরসভায়৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>