বেসরকারি সংস্থা চালাবে সরকারি বাস? ভাড়া নিয়ে চিন্তা

বেসরকারি সংস্থা চালাবে সরকারি বাস? ভাড়া নিয়ে চিন্তা

কলকাতা: পরিস্থিতি এমন দিকে যেতে চলেছে যে আগামী দিনে বেসরকারি সংস্থা চালাতে পারে সরকারি বাস। রাজ্য জুড়ে বহু সরকারি বাস পড়ে রয়েছে ডিপোতে। তাদের পুনরায় রাস্তায় নামানোর পরিকল্পনা করছে রাজ্য সরকার। সে প্রেক্ষিতে বেসরকারি সংস্থার সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে সূত্রের খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ১০০ টি বাস আগে এইভাবে চালানো হবে। পরে ধাপে ধাপে বাসের সংখ্যা বাড়বে। তাহলে কি সরকারি বাসের ভাড়াও আগামী দিনে বাড়তে চলেছে? এই প্রশ্ন এখন সকলের মনে।

আরও পড়ুন- পুলিশের গাড়িতে অগ্নি সংযোগের ঘটনায় ‘চিহ্নিত’ BJP নেত্রীর ছেলে! বেলডাঙায় হানা কলকাতা পুলিশের

আগামী দিনে পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে সরকারি বাস চালানো হবে, এমন পদক্ষেপ নেওয়ার কথাই চিন্তাভাবনা করছে রাজ্য সরকার। তাই স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আরও উঠে আসছে যে, সরকারি বাসের বেসরকারিকরণের প্রথম ধাপ কিনা। যদিও এর আগে বাম সরকারের আমলে পিপিপি মডেলে কাজ হয়েছে। এবার নতুন করে নবান্ন কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার। সূত্রে মারফৎ জানা গিয়েছে, আপাতত ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের কিছু বাস বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হবে। প্রথমে ১০০ টি বাসের কথা ভাবা হলেও আগামী কয়েক মাসের মধ্যে ৪০০ টি বাস এইভাবে চালানো হতে পারে।

যদিও এক্ষেত্রে বাসের ভাড়া কত কী হবে তা নিয়ে দিশা এখনই পাওয়া যাচ্ছে না। অনেকেই মনে করছেন যে, সরকারি বাসের ভাড়া বেড়ে যাবে যদি তা বেসরকারি সংস্থার নিয়ন্ত্রণে চলে যায়। এদিকে আবার বাস মালিকরাও একাধিক শর্ত রেখেছে এই পিপিপি মডেলকে সামনে রেখে। বাস চালানোর দায়িত্ব থেকে শুরু করে, ড্রাইভার-কন্ডাক্টরদের বেতন বেসরকারি সংস্থাকে নিতে হবে বলে দাবি। তবে ভাড়া নিয়ে কে সিদ্ধান্ত নেবে তা সময় বলবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *