Aajbikel

বঙ্গে আসতে পারেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জল্পনা

 | 
মোদী মমতা

কলকাতা: কেন্দ্রীয় সরকারের 'নমামি গঙ্গে' কর্মসূচিকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসে রাজ্যে আসতে পারেন। এই উপলক্ষ্যে তিনি একটি বৈঠকও করতে পারেন এমন খবর নবান্ন সূত্রে জানা গিয়েছে। সবচেয়ে বড় বিষয়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বৈঠকে উপস্থিত থাকার কথা। যদি এই বৈঠক সংগঠিত হয় তাহলে রাজনৈতিক দিক থেকে তা যথেষ্ট আলোচ্য বিষয় হবে বলেই স্পষ্ট। তবে আরও আলোচনা বাড়বে কারণ নভেম্বর মাসেই আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের সম্ভাবনা আছে।

আরও পড়ুন- বাজারে আসতে চলেছে ডেঙ্গির টিকা! কবে পাচ্ছে অনুমোদন

আসলে আগামী ৫ নভেম্বর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে যোগ দিতে রাজ্যে আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। নবান্নের সভাঘর হবে সেই বৈঠক। তাই অনুমান করা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাৎ হওয়ারই কথা। এই বৈঠকে উপস্থিত থাকার কথা আরও চার রাজ্যের মুখ্যমন্ত্রীর। তবে মমতা-অমিত আলাদা কোনও বৈঠক হবে কিনা, তা এখন থেকে বলা সম্ভব নয়। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই বৈঠকে যোগ দেবেন বাংলা ছাড়াও ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং সিকিমের মুখ্যমন্ত্রীরা। সুতরাং একই মাসে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বঙ্গের মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ যে বিরাট গুরুত্বপূর্ণ বিষয় তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

Around The Web

Trending News

You May like