Aajbikel

কামড় বিতর্ক এবার হাইকোর্টে, জনস্বার্থ মামলা করা হল

 | 
bite

কলকাতা: ২০১৪ সালের চাকরি প্রার্থীদের জমায়েত ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় কলকাতার এক্সাইড মোড়। তাদের আন্দোলন তুলতে এলে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি হয় চাকরিপ্রার্থীদের। কিছুদিন আগের এই ঘটনায় সবথেকে বড় যে বিষয় নিয়ে তোলপাড় হয়েছে তা হল এক চাকরিপ্রার্থীকে পুলিশের কামড়। এই ঘটনায় ইতিমধ্যেই তদন্ত করছে পুলিশ। তবে এবার কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হল। আন্দোলনকারী নিজে আদালতে মামলা করেছেন।

আরও পড়ুন- 'বিজেপি কী এমন করল?' প্রশ্ন তুলে সিএএ নিয়ে আক্রমণাত্মক মুখ্যমন্ত্রী

৯ নভেম্বর ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে চাকরির দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেন টেট উত্তীর্ণরা। বিক্ষোভ তুলতে গেলে চাকরিপ্রার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতি শুরু হয়। টেনে, হিঁচড়ে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে। প্রিজন ভ্যানের চাকার সামনে শুয়ে পড়েন বিক্ষোভকারীরা। অশান্তির মাঝে বিক্ষোভকারী এক প্রার্থী অরুণিমা পালের হাতে এক মহিলা পুলিশকর্মী কামড় বসান বলে দাবি করা হয়েছে। যদিও পুলিশের তরফে পালটা অরুণিমার বিরুদ্ধে মারধরের অভিযোগ তোলা হয়েছে।

এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজাও হয়েছে। তৃণমূল বিধায়ক অজিত মাইতি প্রশ্ন করেছিলেন, ‘‘পুলিশকে কামড়ালে কি পুলিশ রসগোল্লা খাওয়াবে?’’ যদিও অন্য কথা বলেছিলেন, তৃণমূল সাংসদ সৌগত রায়ের। তাঁর বক্তব্য ছিল, ''পুলিশ কনস্টেবলও বলছে তাঁকে কামড়ে দিয়েছে। তবে কারোরও কামড়ানো উচিত নয়।''

Around The Web

Trending News

You May like