মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত দেখভালের দায়িত্বে নতুন আইপিএস, সিদ্ধান্ত নবান্নের

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা সংক্রান্ত দেখভালের দায়িত্বে নতুন আইপিএস, সিদ্ধান্ত নবান্নের

কলকাতা: রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা সংক্রান্ত দেখভালের দায়িত্বে নতুন আইপিএস আধিকারিক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। বিবেক সহায়ের পরিবর্তে ডিজি সিকিউরিটি হিসাবে ব্যারাকপুরের কমিশনার আইপিএস মনোজ ভার্মাকে আনা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। সেখানে ব্যারাকপুরের নতুন কমিশনার হচ্ছেন অজয় নন্দা। মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন- ‘আপনার পরেই তো অভিষেক..’ পরিবারতন্ত্র নিয়ে প্রশ্ন উঠতেই জবাব দিলেন মমতা

মঙ্গলবার জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা বেশ কয়েকজন পুলিশ কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, একজন ইন্সপেক্টর, একজন সার্জেন্ট, দুইজন কনস্টেবল সহ ১৫ জন পুলিশ কর্মীকে বদল করা হয়েছে। আরও কয়েকজনকে বদল করা হতে পারে বলে খবর। ঘটনার সময় এই সব পুলিশ কর্মীরা মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এছাড়াও মুখ্যমন্ত্রীর বাড়ির পাশাপাশি নবান্নের নিরাপত্তা ব্যবস্থা নতুন করে পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আগন্তুকের প্রবেশ ও রাতভোর লুকিয়ে থাকার ঘটনার জেরে তোলপাড় রাজ্যে। ঘটনার পর আরও বেশি তটস্থ কলকাতা এবং রাজ্য পুলিশ। মুখ্যমন্ত্রীর বাড়ি ও নবান্নের প্রতিটি প্রবেশপথ সরেজমিনে খতিয়ে দেখা হচ্ছে। গেট দিয়ে প্রবেশ করার সময় প্রবেশকারীর তথ্য ঠিকমতো সংগ্রহ করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবারই জানা গিয়েছে, এখন থেকে নবান্ন এবং মুখ্যমন্ত্রীর বাড়িতে কর্তব্যরত পুলিশ কর্মীদের মোবাইল ফোন নিয়ে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। সেগুলি জমা রেখেই তাদের ডিউটি করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =