বাজেট অধিবেশনের সময় সংশোধন, অনুমোদনের আর্জি গেল রাজভবনে

বাজেট অধিবেশনের সময় সংশোধন, অনুমোদনের আর্জি গেল রাজভবনে

কলকাতা:  রাজ্য বাজেট অধিবেশনের সময় সংশোধন করে রাজ্যপালের অনুমোদনের জন্য তা ফের রাজভবনে পাঠাল নবান্ন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে সোমবার নবান্নে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ৭ই মার্চ দুপুর ২টোর সময় অধিবেশন শুরু সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয় বলে সূত্রের খবর৷ বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যপাল জগদীপ ধনকড়ের সমালোচনা করেন বলেও জানা গিয়েছে৷ 

আরও পড়ুন- আপনার পাশে আছি, ইউক্রেন পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকুন, মোদীকে চিঠিতে আর্জি মমতার

উল্লেখ্য এর আগে ৭ মার্চ রাত ২টোয় অধিবেশন শুরু হবে বলে রাজ্য সরকারের তরফে প্রস্তাব পাঠানো হয়েছিল৷ রাজ্যপাল তা অনুমোদন করে এটিকে ঐতিহাসিক এবং নজিরবিহীন বলে উল্লেখ করে ওই সময় অধিবেশন ডাকার অনুমতিও দিয়েছিলেন। এদিন সময় সংশোধন করে ফের সুপারিশ পাঠায়৷ 

সাংবিধানিক নিয়ম অনুযায়ী বাজেট অধিবেশন ডাকার আগে  সংসদের ক্ষেত্রে রাষ্ট্রপতি ও বিধানসভার ক্ষেত্রে রাজ্যপালের মাধ্যমে বিজ্ঞপ্তি জারি করতে হয়। সম্প্রতি রাজ্য সরকারের সুপারিশ মেনেই বিধানসভার পূর্ববর্তী অধিবেশনের আনুষ্ঠানিক ভাবে সমাপ্তি ঘোষণা করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কিন্তু নতুন করে জট বাধে বাজেট অধিবেশন ডাকা নিয়ে। গত বুধবার রাজ্যপালের জানান,  মন্ত্রিসভার সুপারিশ না পেলে তিনি অধিবেশন শুরুর বিজ্ঞপ্তি জারি করবেন না। রাজ্যপালের মতে, সুপারিশ পাওয়া এবং সেই বিজ্ঞপ্তি জারি হওয়ার আগে পর্ৎন্ত বাজেট সংক্রান্ত কোনও নথিও বিবেচনা করা হবে না।

উল্লেখ্য, নানা বিষয়ে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত রয়েছে৷ রাজ্যপালের বিরুদ্ধে ফাইল আটকে রাখার অভিযোগ তুলেছে শাসত দল৷ অন্যদিকে, রাজ্যপালের দাবি, নিয়োগ, বিল বা অন্য কোনও বিষয় সংক্রান্ত কোনও ফাইলই তাঁর কাছে পড়ে নেই।