আপনার পাশে আছি, ইউক্রেন পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকুন, মোদীকে চিঠিতে আর্জি মমতার

আপনার পাশে আছি, ইউক্রেন পরিস্থিতি নিয়ে সর্বদল বৈঠক ডাকুন, মোদীকে চিঠিতে আর্জি মমতার

কলকাতা:  ইউক্রেনে চলছে যুদ্ধে৷ একের পর এক শহরের দখল নিচ্ছে রুশ সেনা৷ বেলারুশ সীমান্তে দুইপক্ষ আলোচনায় বসার সিদ্ধান্ত নিলেও, হামলা জারি রেখেছে পুতিন বাহিনী৷ অন্যদিকে, এই যুদ্ধ পরিস্থিতিতে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে লাগাতার কেন্দ্রের উপর চাপ সৃষ্টি করেছে তৃণমূল৷ সে দেশে এখনও ১৮ হাজার ভারতীয় নাগরিক আটকে রয়েছেন৷ তবে এবার ভারত সরকারের পাশে থাকার বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ 

আরও পড়ুন- সুন্দরবনের মৎস্যজীবী পরিবারগুলি বিপন্ন, রাজ্যকে কাঠগড়ায় তুলে মামলা হাইকোর্টে

জানা গিয়েছে, ওই চিঠিতে ইউক্রেন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ ইউক্রেনে আটকে থাকা ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরানোর ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে আরও বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন মমতা৷  রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধ পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার পরামর্শও দিয়েছেন তিনি। সেই সঙ্গে  আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের মর্যাদা যাতে অক্ষুন্ন থাকে, সেই বিষয়টিও তিনি চিঠিতে তুলে ধরেছেন৷ তাঁর কথায়, বিশ্ব দরবারে ভারতের মর্যাদা অটুট রাখতে সকলকে একসঙ্গে থাকতে হবে৷  

মোদীকে লেখা চিঠিতে মমতা লিখেছেন, ‘যুদ্ধের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট। আন্তর্জাতিক শান্তিরক্ষায় আমাদের ভূমিকা বরাবরের মতোই থাকুক।’ তিনি আরও লিখেছেন, ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় সরকারের উদ্যোগের পাশেই থাকবে রাজ্য।’ তিনি মনে করেন,  ইউক্রেনের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ভারতের অবস্থান কী হবে তা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে৷ 

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে যাবতীয় রাজনৈতিক বিরোধিতা ভুলে প্রতিটি দলকে একত্র হতে হবে। বিশ্ব দরবারে ভারতের মাথা যাতে উঁচু থাকতে পারে তা নিশ্চিত করতে হবে। নিজেকে একজন ‘সিনিয়র’ মুখ্যমন্ত্রী হিসেবে উল্লেখ করে, দেশের বৈদেশিক নীতির পরম্পরা রক্ষা করার জন্য আর্জি জানিয়েছেন মমতা।