বিজেপি ভোটারদের হুমকি দিয়েছিলেন! কড়া শাস্তির মুখে তৃণমূল বিধায়ক

বিজেপি ভোটারদের হুমকি দিয়েছিলেন! কড়া শাস্তির মুখে তৃণমূল বিধায়ক

আসানসোল: পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি ভিডিও গতকাল ভাইরাল হয়েছিল। যেখানে তিনি বিজেপি ভোটারদের হুমকি দিচ্ছিলেন। তৃণমূল বিধায়ক নিজে সংবাদমাধ্যমে জানিয়েছিলেন যে, সেটা পুরোনো ভিডিও হতে পারে। বড় কোনও নেতার নির্দেশে তিনি হয়তো তা বলেছিলেন। নাম না করে জিতেন্দ্র তিওয়ারিকে নিশানা করেছিলেন তিনি। তবে ওই ভিডিওর জন্যই এখন কড়া শাস্তির মুখে পড়লেন নরেন্দ্র। এক সপ্তাহের নিষেধাজ্ঞা জারি হল তাঁর ওপর।

আরও পড়ুন- ইডি-র হাজিরা এড়ালেন অভিষেক! ই-মেল করে জানালেন কারণ

আগামী এক সপ্তাহ কোনও নির্বাচনী প্রচার করতে পারবেন না পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর ভাইরাল ভিডিয়ো ক্লিপের পর এই ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। ভাইরাল হওয়া ভিডিয়োতে তৃণমূল বিধায়ককে বলতে শোনা যায় ‘‘যাঁরা কট্টর বিজেপি, যাঁদেরকে হেলানো যাবে না তাঁদের চমকাতে হবে। বলবেন, আপনি ভোট দিতে গেলেই ধরে নেওয়া হবে বিজেপি-কে ভোট দেবেন। কিন্তু, ভোটের পর আপনি কোথায় থাকবেন, সেটা আপনার রিস্ক। আর যদি ভোট দিতে না যান, তাহলে ধরে নেব, আপনি আমাদের সমর্থক। আপনি ভাল ভাবে থাকুন ব্যবসা করুন, চাকরি করুন, আমরা আপনার সঙ্গে আছি। ক্লিয়ার!’’ ভিডিও ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়। পাল্টা আবার হুমকি দিতে দেখা যায় বিজেপির নেত্রী তথা আসানসোলের প্রার্থী অগ্নিমিত্রা পালকে।

পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত লাউদোহা ব্লকে এক কর্মী বৈঠকে বিজেপি-র কর্মী-সমর্থকদের উদ্দেশে তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী হুমকি দেন বলে অভিযোগ। বিতর্ক শুরু হতেই মুখ খোলেন নরেন্দ্রনাথ৷ প্রথমসারির এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘‘এই ভিডিয়োটি বহুদিনের পুরনো। সম্ভবত কোনও পঞ্চায়েত ভোটের আগে কর্মীদের উজ্জীবিত করার জন্য বলেছিলাম। পাণ্ডবেশ্বরে শান্তিতেই ভোট হয়৷ এখানে আমরা সব দলের কর্মীরা একসঙ্গে মিলেমিশে থাকি।’’ হঠাৎ করে এই ভিডিয়োটি ভাইরাল হওয়া প্রসঙ্গে তাঁর পাল্টা অভিযোগ, ‘‘হাওয়া গরম করতেই এসব কাজ করছে বিজেপি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 7 =