নামখানায় মহিলার অস্বাভাবিক মৃত্যু, দেহ সংরক্ষণের নির্দেশ দিল হাই কোর্ট

নামখানায় মহিলার অস্বাভাবিক মৃত্যু, দেহ সংরক্ষণের নির্দেশ দিল হাই কোর্ট

high-court-ssc-case-hearing-commission-faces-question

কলকাতা: নামখানায় মহিলার অস্বাভাবিক মৃত্যু মামলায় দেহ সংরক্ষণ করার নির্দেশ দিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ আগামী ১৯ জুলাই পর্যন্ত ওই মহিলার দেহ সংরক্ষণ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ 

আরও পড়ুন- মেঘের আড়াল থেকে দুর্নীতিতে প্রশ্রয় রাজ্যের! প্রাথমিকে নিয়োগ মামলায় বললেন বিকাশ

সম্প্রতি দক্ষিণ ২৪পরগনার নামখানা থেকে এক মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, ওই মহিলা আত্মহত্যা করেছেন৷ মামলাকারীর দাবি, আত্মহত্যা নয়, খুন করা হয়েছে ওই মহিলাকে৷ শুক্রবার হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে শুনানির পর আগামী ১৯ তারিখ পর্যন্ত ওই মহিলার দেহ সংরক্ষণ করে রাখার নির্দেশ দেওয়া হয়।

 
এই মামলায় বিজেপির আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির দাবি, ওই মহিলাকে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে৷ এবং তার সবচেয়ে বড় প্রমাণ হল ওই মহিলার ছবি। তিনি বলেন,সত্য উদঘাটনের জন্য ওই মহিলার দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্তের প্রয়োজন রয়েছে। মামলার গুরুত্ব বিবেচনা করেই এই বিষয়ে হাইকোর্টের হস্তক্ষেপের জন্য আবেদন  করেন মামলাকারীর আইনজীবী।

 তরুণজ্যোতি তিওয়ারি বলেও, ওই মহিলা ঘটনার দিন সন্ধে পর্যন্ত বাড়িতেই ছিলেন৷ তারপর তিনি নিখোঁজ হয়ে যান। গত ১১  জুলাই তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।  পুলিশের দাবি এটা আত্মহত্যার ঘটনা। এর পরেই প্রধান বিচারপতি আইনজীবীর উদ্দেশ্য প্রশ্ন করেন, আপনি কি মনে করছেন?এটা খুন? 

উত্তরে আইনজীবী বলেন, ছবি দেখেই স্পষ্ট মনে হচ্ছে পরিকল্পিত ভাবে ওই মহিলাকে খুন করা হয়েছে। পুলিশ বলছে ময়নাতদন্ত হয়েছে। তবে ময়নাতদন্তের সময় সেখানে কোনও ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন না।

 রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্র নাথ মুখোপাধ্যায় জানান, এই ঘটনায় এখন পর্যন্ত ১ জনকে গ্রেফতার করা হয়েছে এবং এফআইআরও দায়ের করা হয়েছে। পাশাপাশি ৩০২(খুন) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। মামলার পরবর্তী শুনানি ১৯ জুলাই৷