Aajbikel

পরিবেশের উন্নতি সাধনে গুরুত্বপূর্ণ চুক্তি করল রাজ্যের কলেজ, হল বৃক্ষরোপণ

 | 
MoU

কলকাতা: লক্ষ্য হল পরিবেশের উন্নতি। আর সেই কারণে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নেওয়া হয়েছে বিরাটির মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠের তরফে। সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ একটি চুক্তি স্বাক্ষর করেছে 'ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার ইন্ডিয়া' সংস্থার সঙ্গে। মঙ্গলবার দুই পক্ষের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়ে গেল কলেজ ক্যাম্পাসেই। সেখানে উপস্থিত ছিলেন ডব্লিউ ডব্লিউ এফ-এর ডিরেক্টর ডঃ শাশ্বতী সেন এবং কলেজ প্রিন্সিপল ডঃ অপূর্ব বন্দ্যোপাধ্যায় সহ বাকি শিক্ষক-শিক্ষিকারাও।

আরও পড়ুন- ব্রেকিং: হাইকোর্টে চত্বরে কোনও পোস্টার নয়, করা যাবে না মিটিং-মিছিল! এল নির্দেশ

p

আজকের এই চুক্তি স্বাক্ষরের সময়ে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল দুই পক্ষের তরফে। এই কারণে ডব্লিউ ডব্লিউ এফ-এর তরফে মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠকে ৫ হাজার টাকা দেওয়া হয়। জানা গিয়েছে, এই কর্মসূচির মধ্যে দিয়ে এবার থেকে প্রতিদিন গাছগুলির দিকে নজর দেওয়া হবে এবং এটাও খেয়াল রাখা হবে যে, আগামী দিনে যাতে পরিবেশের উন্নতির স্বার্থে আরও অনেক কাজ করা যায়। এই ধরনের আরও বেশি কাজ করার অঙ্গীকার নেওয়া হয়েছে।

  

Around The Web

Trending News

You May like