কলকাতা: ৩৮ জন তৃণমূল কংগ্রেস বিধায়ক তাঁর সঙ্গে যোগাযোগ রাখছেন। এদের মধ্যে ২১ জন নাকি সরাসরি যোগাযোগ রেখেছেন। আগের এক কলকাতা সফরে এসে এমনই ‘বোমা’ ফাটিয়েছিলেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। শনিবার, মহালয়ার ঠিক আগের দিন শহরে এসে সেই দাবিই আরও জোর গলায় করলেন তিনি। মিঠুন জানালেন, ২১ থেকে একজনও কম হয়নি। যখন তিনি এই মন্তব্য করছেন তখন তাঁর পাশে বসে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন- ‘এমন দুর্নীতি দেশে হয়নি’, লালু, সুখরামকেও ছাপিয়ে গিয়েছে, পার্থ-কাণ্ড বিস্ফোরক সৌগত
কী বললেন মিঠুন? বিজেপির তারকা নেতার বক্তব্য, ”আমি বলেছি, আবার বলছি, আবার বলছি। আমার কোনও ব্যাক সাপোর্ট না থাকলে কোনও দিন কোনও কথা বলি না। আমি যা বলেছি, আই স্ট্যান্ড বাই, আই স্ট্যান্ড বাই, আই স্ট্যান্ড বাই।” এই কথা বলে তিনি আরও বলেন, সঠিক সময়ের অপেক্ষা করতে। মিঠুন এও বলেন, বাইরের কোনও বিজেপি নেতা এই ব্যাপারে জানেন না, তাদের প্রশ্ন করে কোনও লাভ হবে না। তবে সংখ্যাটা কি বেড়েছে? এই প্রশ্নের উত্তরে মিঠুন মুচকি হেসে বলেন, ২১ থেকে কমেনি সেটুকু তিনি বলতে পারেন।
এদিকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান যে, এই মুহূর্তের বাংলার পরিস্থিতি দেখে তাঁর হতাশ লাগে। কেন? খোলসা করে মিঠুন বলেন, ১০০ কোটি টাকা কামাতে গেলে তাঁকে ২০০ কোটি টাকা আগে কামাতে হবে। তারপর কর দিতে হবে। তাঁর এতদিনের জীবনে তিনি ২০০ কোটি টাকা একসঙ্গে দেখেননি। হতাশ লাগে, তিনি এত টাকা কামাতে পারেননি। তিনি বলেন, এটা ম্যাজিক হতে পারে, ম্যাজিক ছাড়া কিছু নয়। আসলে একাধিক দুর্নীতির ঘটনায় যখন রাজ্যের মন্ত্রী, নেতারা জেলে গিয়েছেন সেই প্রেক্ষিতে এই মন্তব্য করেছেন মিঠুন।