হাইকোর্টে স্বস্তি অভিষেক শ্যালিকার, কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি

নির্দেশ মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে হলে কলকাতাতেই করতে হবে ইডিকে, দিল্লিতে নয়।

কলকাতা: তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শালিকা মেনকা গম্ভীরকে কয়লা পাচার মামলায় নোটিশ পাঠিয়েছিল ইডি। দিল্লিতে তলব করা হয়েছিল তাঁকে। নোটিশ পাওয়ার পরেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মেনকা। আদালতে রক্ষাকবচের আবেদন করেছিলেন তিনি। অবশেষে স্বস্তি পেলেন। কারণ কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে।

আরও পড়ুন- কয়েক হাজার কোটি! রাজনৈতিক দলগুলি পেয়ে আসছে ‘অজানা উৎস’ থেকে

এদিন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেই বেঞ্চের নির্দেশ মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে হলে কলকাতাতেই করতে হবে ইডিকে, দিল্লিতে নয়। একই সঙ্গে নির্দেশ, তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না তদন্তকারী সংস্থা। এর কারণ হিসেবে দেখানো হয়েছে, ইডি যে গোপনীয় নথির যুক্তি দিয়েছে তা গ্রহণযোগ্য নয়। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে অভিষেকের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। সে সময়ই অভিষেকের শ্যালিকা মেনকাকেও তলব করা হয়।

তবে আবার একবার কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠিয়েছে ইডি। আগামী ২ সেপ্টেম্বর সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে৷ ৫ সেপ্টেম্বর দিল্লিতে ডাকা হয়েছিল মেনকাকে, যার বিরুদ্ধে নির্দেশ দিয়েছে আদালত। সোমবার ছিল তৃণমূলের মেয়ো রোডের সভা। সেখান থেকে ইডির জিজ্ঞাসাবাদ নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব শীঘ্রই নোটিশ পাঠাতে পারে ইডি। অভিষেক নিজেও এই নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − 1 =