নয়াদিল্লি: ভোট আসলেই রাজনৈতিক দলগুলির অ্যায় সম্পর্কে মানুষ কিছুটা হলেও জানতে পারে। কিন্তু বাকি সময়? কোন রাজনৈতিক দল কত টাকা ‘উপার্জন’ করছে তার কোনও ধারনাই সাধারণ মানুষের মধ্যে থাকে না। এটা অবশ্য থাকার কথাও নয়। তাই সাম্প্রতিক যে খবর সামনে এসেছে তাতে আম নাগরিকদের অবাক হওয়া ছাড়া আরও কোনও উপায় নেই। জানা গিয়েছে, একাধিক ‘অজানা উৎস’ থেকে রাজনৈতিক দলগুলির তহবিলে কোটি কোটি টাকা আসছে! এই তালিকায় শীর্ষে রয়েছে দেশের প্রাচীনতম রাজনৈতিক দল কংগ্রেস।
আরও পড়ুন- দিল্লির ‘ধমকে’ কাজ? সিবিআই নিয়ে দিলীপের সুর বদলাল
‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’-এর তথ্য বলছে, ২০০৪-০৫ থেকে ২০২০-২১ অর্থবর্ষ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের ‘অজানা’ সূত্র থেকে আয়ের পরিমাণ ১৫ হাজার ৭৭.৯৭ কোটি টাকা! শুধু ২০২০-২১ অর্থবর্ষেই সব মিলিয়ে ৬৯০.৬৭ কোটি টাকা এসেছে। এই মুহূর্তে কংগ্রেস দলের ১৭৮.৭৮২ কোটি টাকা ‘অজানা উৎস’ থেকেই এসেছে। অজানা সূত্র থেকে মোট আয়ের ৪১.৮৯ শতাংশ কংগ্রেসের ঘরেই ঢুকেছে। ১০০.৫০২ কোটি বা ২৩.৫৫ শতাংশ টাকা এইভাবেই ‘আয়’ করেছে বিজেপি। এই সমীক্ষায় আরও জানা গিয়েছে, ২০০৪-০৫ থেকে ২০২০-২১ অর্থবর্ষে কংগ্রেস এবং এনসিপির মিলিত আয় হয়েছে ৪,২৬১.৮৩ কোটি টাকা।
৮ টি জাতীয় দল এবং ২৭ টি আঞ্চলিক দল নিয়ে এই সমীক্ষা করেছে ‘অ্যাসোসিয়েশন ফর ডেমোক্র্যাটিক রিফর্মস’। জাতীয় দলগুলির মধ্যে আছে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ন্যাশেনাল কংগ্রেস পার্টি, বহুজন সমাজ পার্টি, ন্যশানাল পিপলস পার্টি, সিপিআই। অন্যদিকে আঞ্চলিক দলগুলির মধ্যে আছে ফরওয়ার্ড ব্লক, মিম, এআইইউডিএফ, বিজেডি, সিপিআইএমএল, ডিএমডিকে, ডিএমকে, জিএফপি, জেডিএস, জেডিইউ, জেএমএম, আপ, ওয়াইএসআর কংগ্রেস, টিআরএস, আরএলডি, টিডিপি, শিবসেনা, এসকেএম সহ আরও একাধিক।