সূর্য যুগের অবসান! সিপিএমের নতুন রাজ্য সম্পাদক ইনি

সূর্য যুগের অবসান! সিপিএমের নতুন রাজ্য সম্পাদক ইনি

কলকাতা: রাজ্য কমিটি নিয়ে আজ বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সিপিএম। কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, রবীন দেব থেকে শুরু করে মৃদুল দে, নেপালদেব ভট্টাচার্য সহ আরও অনেককে। এক কথায় বয়স্করা বাদ পড়েছেন। তাহলে নতুন রাজ্য সম্পাদক কে হলেন? এই পদ নিয়ে জল্পনা ছিল। সিপিএমের রাজ্য সম্পাদক হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন শ্রীদীপ ভট্টাচার্য। কিন্তু শেষ মুহূর্তে সব উলটে পালটে গেল। নতুন সম্পাদক হলেন পলিটব্যুরো সদস্য তথা প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। যদিও সিপিএম এখনও আনুষ্ঠানিক ভাবে এ কথা ঘোষণা করেনি। সব ঠিক হলে সেলিম সিপিএমের প্রথম সংখ্যালঘু রাজ্য সম্পাদক হচ্ছেন।

আরও পড়ুন- দলের অবস্থা বদলাতে বয়সে কোপ? বাদ পড়ছেন বিমান, সূর্যরা

লাগাতার একের পর এক নির্বাচনে বাংলায় ধরাশায়ী হয়েছে সিপিএম। বিধানসভা নির্বাচনে শূন্য হয়ে গিয়েছে তারা। পরে উপনির্বাচন হোক, কিংবা পুরসভা, ভোট শতাংশের ওপর জোর দিলেও আখেরে লাভের লাভ কিছু করতে পারেনি লাল ব্রিগেড। উলটে কংগ্রেস, আইএসএফের সঙ্গে জোট করে সমালোচনার শিকার হয়েছে। এখন এই বদল কি দলের অচলাবস্থা কাটাতে, তা নিয়ে জোর চর্চা। অন্যদিকে আবার জানা গিয়েছে, সিপিএমের রাজ্য কমিটিতে আসছেন নেতা শতরূপ ঘোষ, সুশান্ত ঘোষ, সুদীপ সেনগুপ্ত, তরুণ বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখ। নতুন ৮০ জনের কমিটিতে জায়গা পেয়েছেন তারা।

মনে রাখতে হবে, মহম্মদ সেলিম দু’দফায় রাজ্যসভার সদস্য ছিলেন। রায়গঞ্জ ও কলকাতা উত্তর-পূর্ব লোকসভা কেন্দ্র থেকে সাংসদও হয়েছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিসভায় যুব কল্যাণ ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীও ছিলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য। প্রসঙ্গত, রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বিধানসভা নির্বাচনের পরেই সিপিএম দলের অন্দরে সিদ্ধান্ত নিয়ে নেওয়া উচিত ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 19 =