Aajbikel

শূন্যপদ তৈরির নির্দেশ ব্রাত্য বসুর! আদালতে বিস্ফোরক শিক্ষাসচিব

 | 
ব্রাত্য

কলকাতা: নিয়োগ সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের এজলাজে দাঁড়িয়ে কার্যত বোমা ফাটালেন শিক্ষ সচিব মণীশ জৈন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে তিনি জানান, নিয়োগের জন্য অতিরিক্ত শূন্যপদ তৈরির নির্দেশ দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল মন্ত্রিসভার বৈঠকে! তাঁর দাবি, অযোগ্যদের যাতে চাকরি না যায় সেই মর্মে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

আরও পড়ুন- শূন্যের দিকেই এগোচ্ছে বঙ্গের কোভিড গ্রাফ, আরও তলানিতে সংক্রমণ

আদালত শিক্ষা সচিব মণীশ জৈনের কাছে জানতে চেয়েছিল, অবৈধ উপায়ে চাকরিপ্রাপকদের চাকরি যাবে না এবং নতুন করে শূন্যপদ পূরণ করার কথা কে বা কারা বলেছিলেন? এই কাজ করার আগে কি কোনও রকম আইনি পরামর্শ নেওয়া হয়েছিল? জবাবে তিনি এই কথাই জানিয়েছেন যে, মন্ত্রিসভার বৈঠকেই ঠিক হয়েছিল অবৈধ উপায়ে চাকরিপ্রাপকদের চাকরি যাবে না৷ নতুন করে শূন্যপদ তৈরি করে তাদের রাখা হবে। তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী বলেছিলেন আইন দফতরের সঙ্গে কথা বলে এব্যাপারে সিদ্ধান্ত নিতে।

গোটা বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, ‘‘অবৈধদের চাকরি বাঁচানোর জন্য কোনও মন্ত্রিসভা বৈঠক করতে পারে? এটা একটা রাজ্যের শাসন নীতি? আমি এটাই বোঝার চেষ্টা করছি রাজ্যের মন্ত্রিসভা কী ভাবে অবৈধ চাকরি প্রাপ্যদের চাকরি রক্ষা করার সিদ্ধান্ত নিতে পারে৷ বিষয়টি এ রাজ্যের পক্ষে নয়, গোটা দেশের পক্ষেই তা বিপজ্জনক।'' 

Around The Web

Trending News

You May like