কলকাতা: প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যকে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার রাত ৮টার মধ্যে হাজিরার কথা ছিল তাঁর যদিও তিনি যাননি। বরং এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেখানে ১ দিনের রক্ষাকবচ তাঁকে দেওয়া হয়েছিল। তবে সিবিআই হাজিরা দিতেই হবে এমনও নির্দেশ ছিল। শেষে তা হয়নি। এদিকে, বুধবার শীর্ষ আদালত মানিকের স্বস্তি আরও বাড়িয়ে দিল। কারণ তাঁর ‘কবচের’ মেয়াদ বাড়ান হল।
আরও পড়ুন- লাগাতার আন্দোলনের জের, অস্থায়ী বাসকর্মীদের জন্য বড় ঘোষণা পরিবহণ মন্ত্রীর
আগামী শুক্রবার পর্যন্ত মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। এমনই নির্দেশ দিয়ে দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। অর্থাৎ ৩০ তারিখ পর্যন্ত চরম স্বস্তি পেলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। আদালত জানিয়েছে, তদন্ত চলবে কিন্তু তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। আপাতত এই ‘রক্ষাকবচ’ বহাল থাকল মানিকের। আসলে মঙ্গলবার সকাল থেকেই তাঁর ‘খোঁজ’ পাওয়া যাচ্ছিল না। তিনি কোথায় তা জানতে প্রায় সারাদিন লেগে গিয়েছিল। পরে খবর মিলেছিল তিনি দিল্লিতে আছেন এবং সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
এদিকে বুধবার নয়াদিল্লিতে ‘বঙ্গভবনে’ মানিকের দেখা মিলেছে। ৫১২ নম্বর ঘরে তাঁর ‘খোঁজ’ পাওয়া গিয়েছে। যদিও দিল্লিতে তিনি কতদিন থাকবেন তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, টেট দুর্নীতিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্যকে মঙ্গলবার রাত ৮টার মধ্যে সিবিআই দফতরে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলেন, তদন্তে সহযোগিতা না করলে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতিকে গ্রেফতারও করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।