Aajbikel

লাগাতার আন্দোলনের জের, অস্থায়ী বাসকর্মীদের জন্য বড় ঘোষণা পরিবহণ মন্ত্রীর

 | 
বাস

কলকাতা: মহালয়া পেরিয়ে গেলেও পরিবহণকর্মীদের আন্দোলনে চরম দুর্ভোগে যাত্রীরা৷ লাগাতার আন্দোলমনের মধ্যেই বড় ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী৷ অস্থায়ী কর্মীদের দাবি মেনে নিয়ে মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দেওয়া হল৷ সেই সঙ্গে অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ার আবেদনও জানিয়েছেন তিনি৷ পুজোর পর ছুটি সংক্রান্ত দাবিদাওয়া নিয়েও আলোচনার আশ্বাস দিয়েছেন পরিবহণমন্ত্রী৷ 

আরও পড়ুন- কয়লা পাচারে লালাকে মদতের অভিযোগ! IPS আকাশ মাঘারিয়ার তলব করল ইডি

পরিবহণমন্ত্রী বলেন, ‘‘বাস বন্ধ থাকায় বহু মানুষ সমস্যার মধ্যে পড়েছেন৷ যাঁরা আন্দোলন করছেন তাঁরা সকলেই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ (এসবিএসটিসি)-এর অস্থায়ী কর্মী৷ তাঁদের কিছু দাবি রয়েছে৷ তার মধ্যে মাসে ২৬ দিন কাজের সুযোগ পাওয়ার একটা দাবিও জানানো হয়েছে৷ সেই দাবি মেনে নিয়ে কাজের সুযোগ দেওয়া হবে৷ সকলেরই পরিবার আছে৷ ছুটি সংক্রান্ত যে দাবি রয়েছে, সেটাও পুজোর পর আলোচনা সাপেক্ষে দেওয়া হবে৷’’


এসবিএসটিসি-র অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে গত কয়েক দিন ধরে চরম ভোগান্তিতে পরতে হয়েছে যাত্রীদের৷ পরিবহন মন্ত্রীর আশ্বাসের পরে, প্রেসবিবৃতি দেওয়া হলে, কর্মবিরতি তুলে নেওয়া হবে জানিয়েছেন পরিবহণ কর্মীরাও৷ তবে আপাতত শুধু দিঘা ডিপো থেকে কর্মবিরতি তুলে নেওয়া হচ্ছে৷ এই ডিপো থেকেই সবার আগে কর্মবিরতির আন্দোলন শুরু হয়েছিল৷ 

কতৃপক্ষের দাবি ছিল, বিছিন্নতাবাদীরা মদতে এসবিএসটিসি-র অস্থায়ী কর্মীরা আন্দোলন করছে। তবে দুর্গাপুর ডিপোর কর্মীদের দাবি ছিল, তাঁরা অন্য কোনও রাজনৈতিক দল নয় আইএনটিটিইউসি-র সদস্য। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, খোদ  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে¬¬ হস্তক্ষেপ করতে হয়। সূত্রের খবর, রবিবার রাতে পরিবহণমন্ত্রীকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দেন তিনি। এরপরই মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী দফতরের কর্মীদের সঙ্গে কথা বলে এই বিষয়ে সিদ্ধান্ত নেন৷ 


 

Around The Web

Trending News

You May like