কলকাতা: তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগে শোরগোল বাংলায়৷ এবার হাঁসখালি নাবালিকা ধর্ষণকাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এই ঘটনার সঙ্গে তৃণমূলের সঙ্গে নাম জড়ানোয় ক্ষুব্ধ তিনি৷
আরও পড়ুন- ‘দেবাংশুকে তৃণমূলে এনেছেন’, বলতেই ফাঁসলেন ‘তৃণমূলের মিডিয়া মুখপাত্র’
এদিন মুখ্যমন্ত্রী বলেন, বারবার দেখানো হচ্ছে এক নাবালিকাকে নাকি ধর্ষণ করা হয়েছে৷ যার জেরে তার মৃত্যু হয়েছে৷ এই ঘটনা ধর্ষণ, অন্তঃসত্ত্বা না লাভ অ্যাফেয়ার্স, সেটা কি তদন্ত করে দেখেছেন? ঘটনাটি খুবই খারাপ৷ গ্রেফতারও হয়েছে৷ কিন্তু, আমি শুনেছি ছেলেটির সঙ্গে ওই কিশোরীর ভালোবাসার সম্পর্ক ছিল৷ এই তথ্যটা জানতে পেরেছি৷
মমতা আরও বলেন, নাবালিকার মৃত্যু হয়েছে ৫ তারিখ৷ পুলিশ ঘটনার কথা জানতে পেরেছে ১০ তারিখ৷ তাঁর কথায়, এই মৃত্যু নিয়ে কোনও জটিলতা থাকলে ৫ তারিখেই অভিযোগ দায়ের করা হল না কেন? কেন দেহ পুড়িয়ে দেওয়া হল? তাহলে তথ্য মিলবে কোথা থেকে? ওই নাবালিকা ধর্ষিতা হয়েছিল নাকি অন্তঃসত্ত্বা ছিল, নাকি শরীর খারাপ বা অন্য কোনও কারণ ছিল, তা জানা যাবে কী করে? মুখ্যমন্ত্রী জোরের সঙ্গে বলেন, এখানে প্রেমের সম্পর্ক তো ছিলই৷ বাড়ির লোকজন এমনকী পাড়ার লোকজনও সেটা জানত৷
তাঁর কথায়, কোনও ছেলে মেয়ে প্রেম করলে আমার পক্ষে আটকানো সম্ভব নয়৷ এটা উত্তর প্রদেশ নয় যে, আমি লাভ জিহাদ করব৷ তবে যদি কেউ অন্যায় করে থাকে, তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ করা হবেই৷ পদক্ষেপ করা হয়েছেও৷ এবং পদক্ষেপ করার ক্ষেত্রে কোনও রং দেখা হচ্ছে না৷ এটা অন্য কোনও রাজ্যে হয় না৷ এটা বাংলা৷ তিনি আরও বলেন, এ রাজ্যে সবাই তৃণমূল৷ বাবা তৃণমূল করে বলে ছেলে অন্যায় করলেও তৃণমূলকে দেখানো হচ্ছে৷ কার দালালি করছেন? নাম না করে সংবাদমাধ্যমকে বেঁধেন মমতা৷ তিনি বলেন, সবটাই বিজেপি’র শেখানো৷ মূল্যবৃদ্ধি নিয়ে কটা চর্চা হয়েছে? এনআরসি নিয়ে কত মানুষের মৃত্যু হয়েছে, কতবার কথা হয়? অথচ তৃণমূলের দিকে আঙুল তোলা হচ্ছে৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>