বাম আমলে কী ভাবে চাকরি হয়েছিল? ফাইল খুলব? হুঁশিয়ারি মমতার

বাম আমলে কী ভাবে চাকরি হয়েছিল? ফাইল খুলব? হুঁশিয়ারি মমতার

d752138449b1dc6a3ae11a7ef3803b7d

কলকাতা: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে চাকরি নিয়ে বাম-বিজেপি’কে এক যোগে তুলোধোনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাম জমানার ফাইল খোলার হুঁশিয়ারিও দেন তিনি৷ 

আরও পড়ুন- গ্যাসের দাম বৃদ্ধি, সিলিন্ডার নিয়ে অভিনব প্রতিবাদ মমতার

এদিন সিপিএম-কে বিঁধে দলনেত্রী বলেন, সিপিএম-এর আমলে কী ভাবে চাকরি হয়েছিল? আমরা সবটাই জানি৷ অনেকের কাছে শুনেছি বাম জমানায় ১০ লক্ষ থেকে ১৫ লক্ষ টাকায় এক একটা চাকরি বিক্রি হয়েছিল৷ তিনি আরও বলেন, নাম বলে ছোট করতে পারি না৷ সিপিএমের একটা কাগজ আছে৷ ওই কাগজে যত রিপোর্টার আছে, তাঁদের অধিকাংশের স্ত্রী শিক্ষকতার চাকরি পেয়েছিল৷ কী ভাবে চাকরি হয়েছিল তাঁদের?, তাঁরা কি যোগ্যতার ভিত্তিতে সেই চাকরি পেয়েছিল?  ছেলেরা পার্টি করবে আর বউরা চাকরি করবে, এই নিয়মে চাকরি দিয়েছিল সিপিএম৷ 

মমতা আরও বলেন, সিপিএম-এর বিকাশবাবু প্রতিদিন গিয়ে বলছেন এটা কেটে দাও, ওটা কেটে দাও। দেখাচ্ছে সাধপ পুরুষ। কিন্তু, আপনার আমলে বার্থ সার্টিফিকেট দেওয়ার নামে কী হত? ওই ফাইলটা বার করব? হুঁশিয়ারি দেন  মমতা।  তিনি আরও বলেন, আপনার আমলে কাদের কাদের বার্থ সার্টিফিকেট দিয়ছিল৷ আদৌ কি তাঁরা জন্ম সংশাপত্র পাওয়ার যোগ্য ছিল? সেই ফাইলটা দেখবেন৷ নাকি আমি দেখাব? তৃণমূল সুপ্রিমো বলেন, শুধু বলেছিলাম, বদলা নয় বদল চাই৷ বদলা চাই না বলেই আমরা কোনও পদক্ষেপ করিনি৷ 

সেই সঙ্গে বিজেপি’কেও একহাত নিয়ে দলেনত্রী বলেন, বিজেপি’র মানসিকতাই মরুবৃক্ষ হয়ে গিয়েছে৷ ওদের বুদ্ধির ঢিবিতে কিছুই নেই৷ তাই তো মুরিতেও জিএসটি বসিয়েছে৷ তিনি এও বলেন, ওরা চায় না চাকরি হোক৷ তবে আমি চাকরি দেবই৷ পারবে রুখে দেখাক৷