কলকাতা: জ্বালানির দাম বেড়েইছিল, কিছুদিন আগে আবার গ্যাসের দামেও বৃদ্ধি ঘটেছে। এখন প্রায় ১ হাজার ১০০ টাকা দাম গ্যাসের সিলিন্ডারের। ২১ জুলাই মঞ্চে থেকে এই দাম বৃদ্ধি নিয়েই সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিনেতা তথা নেতা দেবকে পাশে নিয়ে প্রতীকী সিলিন্ডার দেখিয়ে বিরল প্রতিবাদ করলেন তৃণমূল সুপ্রিমো। ওই প্রতীকী গ্যাস সিলিন্ডারের গায়ে লেখা ছিল, ‘এমন আচ্ছে দিন এল কাকা, গ্যাসের দাম ১১০০ টাকা।”
আরও পড়ুন- চব্বিশে মানুষের বৃষ্টিতে ভেসে যাবে বিজেপি, একহাত মমতার
গ্যাসের দাম নিয়ে প্রতিবাদ করে মমতা এদিন স্লোগান তোলেন, গ্যাসের দাম বাড়ানো সরকার, আর নেই দরকার। ডিজেলের দাম বাড়ানো সরকার, আর নেই দরকার। মুড়িতে কর বসানো সরকার, আর নেই দরকার। এই প্রেক্ষিতেই মমতার প্রশ্ন, কেউ কি চান এই সরকার থাকুক? তিনি বলেছেন, গরীব মানুষের জন্য আজ কিছু নেই, সব হরণ করে নিয়েছে, চুরি করে নিয়েছে বিজেপি। কর্মসংস্থান নিয়েও এদিন বিজেপিকে খোঁচা দিয়েছেন মমতা।
এদিন জানান, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, কোল ইন্ডিয়া, ডিফেন্স, সিভিল অ্যাভিয়েশন সবকিছুই তো গুলে খেয়েছে৷ আর ওরা বলছে, বাংলার লোককে চাকরি দেওয়া যাবে না৷ আলবাদ দেব৷ ক্ষমতা থাকলে তোমরা রুখে দেখাও৷ তাঁর কটাক্ষ, বিজেপি চায় না চাকরি হোক, ওদের পিঁপড়ে কামড়ায়।