বিপুল টাকা বকেয়া! ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা

বিপুল টাকা বকেয়া! ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা

কলকাতা: এদিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠক হয়েছে ৪৫ মিনিটের। এদিকে বৈঠকের পরেই জানা গেল প্রধানমন্ত্রীকে আবার বকেয়া টাকার ইস্যু নিয়ে চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, কেন্দ্রের কাছে প্রায় এক লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে বলে চিঠিতে জানান হয়েছে। মোট বকেয়া অর্থের অঙ্ক জানানোর পাশাপাশি একটি হিসাবও তুলে ধরা হয়েছে এই চিঠিতে।

আরও পড়ুন- ‘‌২০২৪-এ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বিজেপি’‌, শহিদ সমাবেশে দাবি মমতার

প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠি মমতা জানিয়েছেন, কেন্দ্রের এক লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে। ১০০ দিনের কাজ থেকে শুরু করে, প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার টাকা বকেয়া। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প, করের ভাগ, অর্থ কমিশনের হিসেব বাবদ কেন্দ্রের কাছে প্রায় এক লক্ষ কোটি টাকারও বেশি পায় রাজ্য। উপরিউক্ত ক্ষেত্র ছাড়াও শিক্ষা মিশন, মিড-ডে-মিল, স্বচ্ছ ভারত মিশন সহ প্রায় ১৩ টি প্রকল্পের অর্থ বকেয়া আছে বলে জানান হয়েছে এই চিঠিতে। আগে অনুমান করা হয়েছিল, রাজ্যের বকেয়া নিয়ে আজকের বৈঠকে মোদীর সঙ্গে আলোচনা করবেন মমতা। পাশাপাশি মূল্যবৃদ্ধি, জিএসটি সহ একাধিক ইস্যুতে বৈঠক হতে পারে। মনে হচ্ছে সেই আলোচনার পরেই এই চিঠি দিয়েছেন তিনি।

পার্থ চট্টোপাধ্যায় কাণ্ডে তাঁর সরকারের ভাবমূর্তি নষ্ট হয়েছে। রাজ্যজুড়ে আলোচনা। জাতীয় স্তরেও আলোচনা চলছে এই নিয়ে। এমন আবহে শুক্রবার দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার সাক্ষাৎ যে বিরাট তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য। এই নিয়েই অবশ্য বিরোধীরা খোঁচা মেরেছে। দাবি করা হচ্ছে, রাজ্যে যে ইডি, সিবিআই হানা চলছে তা বন্ধের উদ্দেশ্যেই তিনি দিল্লি গিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 4 =

ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের নিয়ে চিন্তা, মোদীকে চিঠি মমতার

ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের নিয়ে চিন্তা, মোদীকে চিঠি মমতার

কলকাতা: ইউক্রেন-রাশিয়া যুদ্ধ চলছে প্রায় ২১ দিন। ইতিমধ্যেই ভারতীয় বহু পড়ুয়া ফিরে এসেছেন দেশে। অনেক বাংলার পড়ুয়াও চলে এসেছেন নিজের নিজের বাড়িতে। তাদের নিয়ে চিন্তার শেষ নেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ইউক্রেনে পড়াশুনার মাঝেই তাদের চলে আসতে হয়েছে। তাই আপাতত পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত। সেই ইস্যুকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইউক্রেন ফেরত মেডিক্যালের পড়ুয়াদের নিয়ে একাধিক পরামর্শ দিয়েছেন তিনি এই চিঠিতে এবং দ্রুত পদক্ষেপ আশা করেছেন।

আরও পড়ুন- ‘রাজনৈতিক হিংসা কাম্য নয়’,‘আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ’ দুই কাউন্সিলার খুনে উদ্বেগ প্রকাশ রাজ্যপালের

তথ্য বলছে, ইউক্রেন থেকে পশ্চিমবঙ্গে ফিরে আসা নাগরিকদের মধ্যে এখনও পর্যন্ত ৩৯১ জন পড়ুয়া রয়েছে। সেই পড়ুয়াদের কথা ভেবেই আজ এই চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন যাতে তাদের ইস্যুতে দ্রুত পদক্ষেপ করা হয়। যোগ্য পড়ুয়াদের ইন্টার্নশিপের সুযোগ এবং ভাতা দেওয়ার দাবি থেকে শুরু করে বিশেষ ব্যবস্থা করে পড়ুয়াদের বেসরকারি মেডিক্যাল কলেজগুলিতে নিজ নিজ বর্ষে ভর্তি করানোর দাবিও তিনি জানিয়েছেন। আগেই মমতা জানিয়েছিলেন যে, ইউক্রেন থেকে যে সব বাঙালি পড়ুয়া রাজ্যে ফিরেছে তাদের সঙ্গে দেখা করবেন তিনি। ভাগ করবেন তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতা। পাশাপাশি তিনি আজ তাদের জন্য বড় সিদ্ধান্তের কথাও ঘোষণা করেছেন।

মমতা জানিয়েছেন, তাদের রাজ্য ইন্টার্ন করার সুযোগ দেবে। যাঁরা বিদেশের পাট চুকিয়ে বাংলায় ফিরে এসেছেন, তাঁদের বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তির ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে৷ পাশপাশি তাঁদের জন্য স্কলারশিপের বন্দ্যোবস্তও করা হবে৷ ইউক্রেন থেকে আসা চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বছরের পড়ুয়াদের রাজ্যে ইন্টার্ন হিসাবে কাজ করার জন্য মেডিক্যাল কাউন্সিলকে চিঠি পাঠানো হয়েছে। এমনকী তাঁরা স্টুডেন্টস ক্রেডিট কার্ডের সুবিধা পাবেন বলেও উল্লেখ করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 17 =