বেহালা পশ্চিমে যাচ্ছেন মমতা, কোনও বড় ঘোষণা হবে কি

বেহালা পশ্চিমে যাচ্ছেন মমতা, কোনও বড় ঘোষণা হবে কি

কলকাতা: বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। এখনও অবশ্য সাসপেন্ডেড বিধায়ক। দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর মন্ত্রিত্ব তাঁর গিয়েছে, একই সঙ্গে আবার দলীয় পদও খোয়াতে হয়েছে। কিন্তু খাতায়-কলমে পার্থ বেহালা পশ্চিমেরই বিধায়ক এখন। এবার এই কেন্দ্রে যাচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে কি বড় কোনও ঘোষণা হতে পারে? সেই অপেক্ষায় তৃণমূল নেতা-কর্মী থেকে শুরু করে রাজ্যবাসী।

আরও পড়ুন- প্রতি তিন মাসে ‘ডিল’ হত ৬ কোটি! ফোনেই ‘ফিক্স’ করতেন অনুব্রত-এনামুল: দাবি সূত্রে

সূত্র মারফৎ জানা গিয়েছে, প্রতি বছরের মতো স্বাধীনতা দিবস উদ্‌যাপনের জন্য পতাকা উত্তোলন করতে বেহালা পশ্চিমের ম্যান্টন এলাকায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী রবিবার সেখানে তাঁর যাওয়ার কথা। তবে ঠিক কখন তিনি যাবেন তা এখনও স্পষ্ট হয়নি। রাত ১২ টায় পতাকা উত্তোলনের সময়ে তিনি যেতে পারেন বলেও ইঙ্গিত মিলেছে। তবে তিনি কোনও কিছু ঘোষণা করবেন কিনা বা কোনও পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে কোনও বক্তব্য রাখবেন কিনা, তা পরিষ্কার নয়। ইতিমধ্যেই সরকার এবং দলের তরফে স্পষ্ট বার্তা দিয়ে বলা হয়েছে যে, পার্থ ইস্যুতে অন্য কারোর কোনও সম্পর্ক নেই। দল বা সরকার এই কাজ সমর্থন করে না। এবার এটাই দেখার ওইদিন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কিছু বলেন কিনা।

বরাবর এই কেন্দ্র থেকে জিতে এসেছেন পার্থ চট্টোপাধ্যায়। শেষবার ২০২১ বিধানসভা ভোটেও বিপুল ভোটে জয়ী হয়েছিলেন তিনি। রাজনৈতিক ক্ষেত্রে বেহালা পশ্চিম এবং পার্থ চট্টোপাধ্যায় যেন এতদিন সমার্থক ছিল। কিন্তু পরের নির্বাচনে যে এখান থেকে তিনি টিকিট পাচ্ছেন না তা প্রায় নিশ্চিত হয়েই গিয়েছে। এখন এই কেন্দ্রে নতুন দায়িত্ব কে পান, বা আদৌ কাউকে এখন দেওয়া হয় কিনা, তা জানতে উৎসুক এই এলাকার তৃণমূল কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *