ববিকে গ্রেফতার করা হলেই…! কী বোঝাতে চাইলেন মমতা

ববিকে গ্রেফতার করা হলেই…! কী বোঝাতে চাইলেন মমতা

4b542a14f3ce71b55ae428a291af3c4f

কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল ইডি-সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে এখন জেলে। তা নিয়ে একাধিকবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে একসঙ্গে ফিরহাদ হাকিম, মদন মিত্রকে গ্রেফতার করা হয়েছিল নারদা মামলায়। তখনও ব্যাপক প্রতিবাদ দেখিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। এবার আবার তিনি তাঁর গ্রেফতারির আশঙ্কা করলেন। একই সঙ্গে বোঝাতে চাইলেন যে পুরো বিষয়টিই ষড়যন্ত্র।

আরও পড়ুন- কয়েক হাজার কোটি! রাজনৈতিক দলগুলি পেয়ে আসছে ‘অজানা উৎস’ থেকে

সোমবার তৃণমূল ছাত্র পরিষদের সভামঞ্চে দাঁড়িয়ে মমতা বলেন, কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে যদি দেখেন যে গ্রেফতার করা হচ্ছে বা অনেক কিছু পাওয়া যাচ্ছে, তাহলে বুঝতে হবে বিষয়টি সাজানো। এখন বিজেপির টাকায় চলছে সব। সংবাদমাধ্যমেরও কিছু বলার নেই কারণ তাদের যা বলতে বলা হচ্ছে তাই বলছে তারা। তাঁর কথায়, মিডিয়া ট্রায়াল চলছে, যা দেখানো হচ্ছে জানতে হবে সব পূর্ব পরিকল্পিত। উল্লেখ্য, কিছুদিন আগেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছিলেন যে, ফিরহাদ হাকিমকে এবার ভিতরে ঢোকাতে হবে। সেই মন্তব্য নিয়ে শোরগোল পড়ে যায়। তার অবশ্য পাল্টা দিয়েছিলেন খোদ ফিরহাদই। জানিয়েছিলেন, তিনি জেলে যেতে ভয় পান না।

এদিন মমতা আবার মেয়ো রোডের সভা থেকে একে একে ধৃতদের নাম নিয়ে বিজেপিকে নিশানা করেন। কটাক্ষ করে বলেন, পার্থ, ববি, অরূপ, অভিষেক, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই চোর আর বিজেপি কি সাধু পুরুষ? এই নিয়ে জীবন চলবে না। পাশাপাশি তাঁর এও বক্তব্য, পার্থ-কেষ্ট চোর কি না, তা আইন বলবে। প্রসঙ্গত, আজ তৃণমূল ছাত্র পরিষদের ২৪ তম প্রতিষ্ঠা দিবসের সভা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *