কলকাতা: ২০২১ বিধানসভা নির্বাচনের জন্য অনেক আগে থেকেই বাংলায় প্রচার শুরু করেছিল বিজেপি। সেই সময় থেকেই একাধিকবার তাদের নেতৃত্ব থেকে দাবি করা হয়েছিল যে, বাংলায় দুর্গাপুজো হয় না, সরস্বতী পুজো হয় না। কেন্দ্রের শীর্ষ নেতা থেকে বাংলার বিজেপি নেতা, অনেকেই এই দাবি করেছেন। এমনটাই অভিযোগ ছিল শাসক শিবিরের। এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো উদ্যোগক্তাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করে বিজেপিকেই নিশানা করলেন।
আরও পড়ুন- শুভেন্দু গড়ে সমবায় নির্বাচনে শূন্য বিজেপি, তৃণমূল জয়ী মারিশদাতেও
মমতা বলেন, কলকাতায় এমন দুর্গাপুজো হয় যে বিশ্বের কোথাও হয় না। কিন্তু অনেকে বড় বড় কথা বলে। অভিযোগ করে বাংলায় নাকি দুর্গাপুজো হয় না। সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। তাঁর কথায়, রাজ্যে ১ বছর ধরে পুজোর পরিকল্পনা চলে। কোন থিম হবে, কোন শিল্পী আসবেন, কারা পুজোর ফল কাটবেন। তথ্য অনুযায়ী, রাজ্যে নথিভুক্ত পুজো কমিটি আছে প্রায় ৪৩ হাজার। এছাড়াও কত বাড়ির পুজো, আবাসনের পুজো আছে। এছাড়াও তিনি জানিয়ে দেন, আগামী ১ তারিখ জোড়াসাঁকো ঠাকুর বাড়ির সামনে সকলে জমায়েত হবে। সেদিন ইউনেস্কোকে ধন্যবাদ জানাতেই মিছিল হবে। বিদেশ থেকে এবার অনেকে পুজো দেখতে আসবেন বলেও মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন। দুপুর ২টো থেকে হবে এই মিছিল।
৫, ৬, ৭, ৮ তারিখ বিসর্জনের জন্য বাছা হয়েছে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় কার্নিভাল ৭ তারিখ করতে হবে এবং কলকাতায় কার্নিভাল ৮ তারিখ হবে বলে স্পষ্ট করেছেন তিনি। ৯ তারিখ যেহেতু লক্ষ্মীপুজো রয়েছে তাই তার আগেই বিসর্জন শেষ করতে হবে।