‘রোজ গণ্ডগোল কেন?’ জাভেদ খানকে জোর ধমক দিলেন মমতা

‘রোজ গণ্ডগোল কেন?’ জাভেদ খানকে জোর ধমক দিলেন মমতা

কলকাতা: রাজ্যের মন্ত্রী তথা কসবার বিধায়ক জাভেদ খান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জোর ধমক খেলেন। মমতা সরাসরি তাঁকে প্রশ্ন করেন যে তাঁর এলাকায় রোজ রোজ ঝামেলা হয় কেন। সোমবার মন্ত্রিসভার বৈঠকে জাভেদ খানকে এই ইস্যুতে চরম ভর্ৎসনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আসলে দু’‌দিন আগে ওই এলাকায় ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়েছিল। সেই ঘটনার রেশ টেনেই আজ তাঁকে ধমক দিলেন মমতা।

আরও পড়ুন- জামাই আদরে বরণ ছাত্রীদের, পালন করা হল ‘কন্যাশ্রী ষষ্ঠী’

এদিনের মন্ত্রিসভার বৈঠকে জাভেদ খানের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলে বলেন, তাঁর এলাকায় এত কেন গণ্ডগোল হয় রোজ? কেন অধিকাংশ দিন কসবা নিয়ে এইসব খবর হবে? উত্তর জাভেদ কিছু বলতে গেলে তাঁকে আরও ধমক দিয়ে মমতা বলেন, আর যেন তিনি কসবা নিয়ে এই ধরণের খবর না শোনেন, এলাকায় যা হবে তা যেন আলোচনা করে মিটিয়ে নেওয়া হয়। আর কোনও যেন ঝামেলার খবর তাঁকে কসবা থেকে না শুনতে হয়।

আসলে গত শুক্রবার উত্তপ্ত হয়ে উঠেছিল কসবার রাজডাঙা এলাকা। অভিযোগ উঠেছে, সিন্ডিকেটের দখল নিয়ে ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের দলের সঙ্গে মন্ত্রী জাভেদ খানের দলবলের সংঘাত লেগেছিল। বিভিন্ন ইস্যুতে তাঁদের মতপার্থক্য থাকায় সেদিন ঝামেলা হয়েছিল এবং তা হামেশাই হয় বলে দাবি। অভিযোগ অনুযায়ী, সিন্ডিকেট নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসায় বিপাকে পড়ে পুলিশও। পরিস্থিতি সামাল দেওয়া দুর্বিষহ হয়ে পড়ে তাদের জন্য। সেই ঘটনার প্রসঙ্গেই মুখ্যমন্ত্রীর এদিনের এই রূপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 5 =