জামাই আদরে বরণ ছাত্রীদের, পালন করা হল ‘কন্যাশ্রী ষষ্ঠী’

জামাই আদরে বরণ ছাত্রীদের, পালন করা হল ‘কন্যাশ্রী ষষ্ঠী’

বালুরঘাট: জামাই ষষ্ঠীর সঙ্গে সঙ্গে বেশ কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড বৌমা ষষ্ঠী। জামাই ষষ্ঠীর দিনে মাঝে মাঝে ছবিতে দেখা যায় বৌমাকে জামাই আদর করে খাওয়াচ্ছেন শাশুড়ি। গত কয়েক বছরে এই ধরনের বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে। এবার প্রশাসনের উদ্যোগে জামাই ষষ্ঠীর দিন পালিত হল কন্যাশ্রী ষষ্ঠী। বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী ধুমধান করে কন্যাশ্রী ষষ্ঠী পালন করা হয়। এখানে তৃণমূলের বিভিন্ন নেত্রীরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে খুশি ছাত্রীরাও বলে জানা গিয়েছে। 

জামাই ষষ্ঠীর দিনে মূলত শাশুড়িরা জামাইকে বরণ করেন। জামাইয়ের মঙ্গল কামনা করেন। কিন্তু মেয়েদের মঙ্গল কামনায় এভাবে বরণ করার, মুখের সামনে খাবারের পঞ্চব্যঞ্জন রাখার কোনও নিয়ম নেই বাংলার রীতিতে। কিন্তু মানুষের জন্য রীতি তৈরি হয় নিয়ম তৈরি হয়। সেই মানুষের প্রয়োজনে নিয়মের বদল হয়। নতুন এক রীতি সামনে এসে হাজির হয়। তেমনি নতুন এক রীতিতে কন্যাশ্রী ষষ্ঠী উদ্যোগে তৎপর হলেন তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তী। ঠিক যেভাবে এদিন  জামাইদের বরণ করেন শাশুড়িরা, তাঁদের আপ্যায়ন করেন, সেইভাবেই আপ্যায়ন করা হল বালুরঘাটের কন্যাশ্রীদের। জামাইদের মতো তাদের কাছেও রাখা হয় ফল মিষ্টি। পাখা দিয়ে জামাইয়ের মতো তাদেরও হাওয়া করা হয়। তাদের মঙ্গল কামনা করা হয়। 

এই প্রসঙ্গে তৃণমূল নেত্রী প্রদীপ্তা চক্রবর্তী বলেন, আজকের দিনে মায়েরা তাঁদের ছেলেদের, জামাইদের জন্য মঙ্গলকামনা করেন। সেটাকে সামনে রেখেই আমরা কন্যাশ্রী ষষ্ঠী পালন করছি। রাজ্যের মেয়েদের কথা চিন্তা করেই মুখ্যমন্ত্রী কন্যাশ্রী প্রকল্প নিয়ে এসেছিলেন। সেই কন্যাশ্রী প্রকল্প ইতিমধ্যে বিশ্বে সমাদৃত হয়েছেন। সেই কন্যাশ্রী প্রকল্পকে সামনে রেখেই মেয়েদের মঙ্গল কামনা করতে আমরা কন্যাশ্রী ষষ্ঠী উদযাপন করলাম। সমস্ত ছাত্রীদের মঙ্গল কামনা করে এই দিনটি আমরা পালন করলাম। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 11 =