কলকাতা: মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত ছিল গোটা রাজ্য। বিজেপির নবান্ন অভিযানকে ঘিরে ছিল উত্তেজনা। কিন্তু এই মিছিল নবান্ন পর্যন্ত পৌঁছন তো দূর, মাঝপথেই অবরুদ্ধ হয়ে পড়ে। একে একে আটক হন বিজেপি শীর্ষ নেতারা। কিন্তু যত বেলা গড়ায় পরিস্থিতি ব্যাপক উত্তপ্ত হয়। জায়গায় জায়গায় বিক্ষোভ, পুলিশের গাড়ি ভাঙচুর, আগুন লাগানোর মতো ঘটনা ঘটে। এমনকি বিজেপি কর্মীদের বিরুদ্ধে ইট ছোঁড়ার অভিযোগও করা হয়েছে। ওদিকে পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস, জল কামান ব্যবহার করে। বিজেপির এই অভিযান নিয়ে সারাদিন আলোচনা থাকলেও একে একদমই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বরং তিনি একহাত নিয়েছেন বিজেপিকে।
আরও পড়ুন: একজন বিক্ষোভে, অন্যজনের ঘোষণা, ‘অভিযান শেষ’! দিলীপ-সুকান্ত মতান্তর
মঙ্গলবার খড়গপুরে দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মমতা। সেখান থেকেই তিনি বলেন, বিজেপির ‘বেলুন ফুস’ হয়ে গিয়েছে। অন্তত এমনটাই জানা গিয়েছে দলীয় সূত্রে। আরও জানা যায়, মমতা বলেছেন নবান্ন অভিযানে লোক হয়নি। যারা লাইমলাইটে আসতে চায় তারাই এসব করেছে। এদের পাত্তা দেওয়ার কিছু হয়নি। তাঁর এও বক্তব্য, বিজেপি ধ্বংস চায় তাই তাদের দিকে না তাকিয়ে দলীয় সংগঠন আরও মজবুত করা নিয়ে ভাবতে হবে। এদিকে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যখন আটক করা হচ্ছে সেই সময়ের ভিডিও নিয়ে তৃণমূল কংগ্রেস খোঁচা দিয়েছে তাঁকে। সেই পোস্ট আবার শেয়ার করেছেন খোদ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিকে বিজেপির নবান্ন অভিযান সংক্রান্ত মামলার শুনানি শেষে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, সরকারি, বেসরকারি সম্পত্তি নষ্ট যেমন করা যাবে না তেমনই অকারণে কাউকে গ্রেফতার করা যাবে না। এছাড়াও গোটা ঘটনায় রাজ্যের স্বরাষ্ট্র দফতরের রিপোর্ট তলব করা হয়েছে আদালতের তরফে। আগামী সোমবার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ।