‘ভুল’ শোধরাতে ধনকড়কে ফোন মমতার, রাজ্যপালকে তুলোধনা কুণালের

‘ভুল’ শোধরাতে ধনকড়কে ফোন মমতার, রাজ্যপালকে তুলোধনা কুণালের

কলকাতা: রাত ২ টোয় হবে বিধানসভার অধিবেশন! এমন একটি প্রস্তাব পত্র যা মন্ত্রিসভার তরফে তাঁর কাছে এসেছে, সেটি টুইটারে পোস্ট করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি জানান, এটি মন্ত্রিসভার সিদ্ধান্ত, তাই তিনি এই সিদ্ধান্তকে সমর্থন করেই আজকে ঘোষণা করেছেন। কিন্তু এখন জানা গিয়েছে, প্রস্তাব পত্রে লেখায় ভুল রয়েছে। ওটা রাত ২ টো নয়, দুপুর ২ টো হবে। ‘এএম’ এবং ‘পিএম’ লেখায় ভুল ছিল। এই নিয়ে রাজ্যপালকে ফোন করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- ইউক্রেনে আটকে থাকা ভারতীয়রা ফিরতে পারলেন না! অবতরণই হয়নি বিমানের

এদিন রাজ্যপাল জানিয়েছিলেন, রাত ২ টোয় কেন বিধানসভার অধিবেশন ডাকতে চাইছে রাজ্য সরকার তার জবাব তলব করেছেন তিনি। একই সঙ্গে তিনি এও জানিয়েছেন, এই ঘটনা একদম ঐতিহাসিক ও নজিরবিহীন। কিন্তু বিষয় হল, পুরো ব্যাপারটাই টাইপের ভুল। এই নিয়ে ইতিমধ্যেই রাজ্যপালকে ফোন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভুল যে তাঁদের তরফেই হয়েছে, সে কথাও জানিয়েছেন তিনি। এমনকি ওই ভুল শুধরে নিয়ে নতুন করে মন্ত্রিসভার সদস্যদের জরুরি ভিত্তিতে তলব করে বৈঠকও ডেকেছেন মুখ্যমন্ত্রী। আগামী ২৮ ফেব্রুয়ারি বসবে সেই বৈঠক। তবে এই গোটা ইস্যুতে সেই রাজ্যপালকেই কাঠগড়ায় তুলেছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ। তিনি টুইট করে একহাত নিয়েছেন রাজ্যপালকে।

কুণালের বক্তব্য, ”রাজ্যপালের টুইট দেখে মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করেন। জানান, am  শব্দটি টাইপোগ্রাফিকাল ভুল। সর্বত্র pm লেখা। এটা বুঝে নিলেই ভালো হত।” একই সঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, ”রাজ্যপাল টুইটে ক্যাবিনেট পেপার প্রকাশ করলেন কী করে? এই নথি প্রকাশ্যে আনার বিধি ও রীতি নেই। রাজ্যপাল সব রীতি ভাঙছেন। সরকারের কাজে বাধা দেওয়া, বাংলার বিরুদ্ধে কুৎসা, নন ইস্যুকে ইস্যু করতে তিনি ব্যস্ত। রাজ্যপালের পদের গরিমা নষ্ট করে বিজেপির প্রতিনিধিত্ব করছেন তিনি।” যদিও রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে রাজ্যপাল দাবি করেছেন, এই সংক্রান্ত ইস্যুত আলোচনার জন্য আগেই রাজ্যের মুখ্যসচিবকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন তিনি। কিন্তু তিনি আসেননি। এমনকি এমন প্রস্তাব কেন দেওয়া হল, সে বিষয়ে ব্যাখ্যাও চাওয়া হয়েছিল সরকারের কাছে, তারও উত্তর মেলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 2 =