কলকাতা: জল্পনা মতোই পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বৃহস্পতিবার। শিক্ষক নিয়োগ মামলায় গ্রেফতার হওয়ার ছ’ দিন পর পার্থ চট্টোপাধ্যায়কে সরকার থেকে সরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে সরানোর পর সংবাদমাধ্যমে তিনি দাবি করেন, তাঁদের দল খুবই কঠোর। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন উঠছিল৷ চাপ ছিল তৃণমূল সরকারের ওপর৷ বিরোধীরা নানা প্রশ্ন তুলছিলেন৷ অবশেষে পরিষদীয়, শিল্প-বাণিজ্য-তথ্য প্রযুক্তি মন্ত্রিত্ব-হারা পার্থ৷
আরও পড়ুন- SSC আন্দোলনকারীদের নিয়ে চিন্তিত অভিষেক, দিলেন দেখা করার আশ্বাস
এই সিদ্ধান্ত নেওয়ার পরেই মমতা সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই তিনি বলেন, একজনকে তিনি মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েছেন। খুব কষ্ট করে তিনি রাজনীতি করেন। তাঁদের দল কিছুর সঙ্গে আপোস করে না। তাঁদের দল খুবই কঠোর। একই সঙ্গে তাঁর পরোক্ষ বার্তা, কোনও দোষ করলে তা স্বীকার করে নাও। আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি পার্থ কাণ্ডে ‘দায়’ ঝেড়ে ফেলার মতো মন্তব্য করেছেন। স্পষ্ট বলেছেন, দোষ করলে যাবজ্জীবন দিলেও তিনি ‘মাইন্ড’ করবেন না। আজ পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দিয়েও একই রকম বার্তা দিলেন মমতা।
পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্যাট থেকে যে ভাবে তাল তাল সোনা এবং কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে, তার পর থেকে লাগাতার বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে তৃণমূল সরকারকে৷ প্রশ্ন তুলেছিলেন, কেন এখনও মন্ত্রিত্ব থেকে সরানো হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়কে? গ্রেফতার হওয়ার ৬ দিন পর বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে তাঁকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল৷