কান্নায় ভেঙে পড়লেন ক্যান্সার আক্রান্ত চাকরিপ্রার্থী মধুলিনা, দ্রুত শুনানি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে

কান্নায় ভেঙে পড়লেন ক্যান্সার আক্রান্ত চাকরিপ্রার্থী মধুলিনা, দ্রুত শুনানি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে

কলকাতা: আদালতে কান্নায় ভেঙে পড়লেন ক্যান্সারে আক্রান্ত এসএসসি চাকরি প্রার্থী মধুলিনা দাস। জরুরি ভিত্তিতে শুনানির নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার দুপুর আড়াইটে নাগাদ মামলা শুনবেন বিচারপতি। 

আরও পড়ুন- লাগাতার আন্দোলনের জের, অস্থায়ী বাসকর্মীদের জন্য বড় ঘোষণা পরিবহণ মন্ত্রীর

অপেক্ষা করতে করতে চাকরির বয়স পেরিয়ে গিয়েছে ক্যান্সারে আক্রান্ত মধুলিনার। ২০১৬ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বসেছিলেন তখন তার বয়স ছিল প্রায় ৩৫ বছর৷ ২০২১ সালের পয়লা জানুয়ারি প্রাথমিক শিক্ষা পর্ষদ যে বিজ্ঞপ্তি জারি করে সেখানে মধুলিনার বয়স পেরিয়ে গিয়েছিল। এর পরেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন মধুলিনা৷ 

এর আগে ক্যান্সারে আক্রান্ত সোমা দাসকে ডেকে চাকরি দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ এবার তাঁর পথ অনুসরণ করে চাকরির আশায় হাই কোর্টের দুয়ারে আরও এক ক্যান্সারে আক্রান্ত চাকরি প্রার্থী৷ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজজেলাসে হবে তাঁর শুনানি। অভিযোগ, ২০১৬ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাশ করার পরেও চাকরি পাননি মধুলিনা দাস। ২০০৫ সালে বি এড পাশ করেন তিনি৷