মুখ্যমন্ত্রী ছাড়া মেট্রো উদ্বোধন, বিক্ষোভ প্রদর্শন মদনের, দিলেন বড় হুঁশিয়ারি

মুখ্যমন্ত্রী ছাড়া মেট্রো উদ্বোধন, বিক্ষোভ প্রদর্শন মদনের, দিলেন বড় হুঁশিয়ারি

5a098d6ae3336b1e3d704254437ddd3b

কলকাতা: শিয়ালদহ মেট্রোর উদ্বোধন হয়েছে সম্প্রতি। এই উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তবে এই অনুষ্ঠান নিয়ে বিতর্ক রয়েছে কারণ অভিযোগ উঠেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ মুহূর্তে আমন্ত্রণ পত্র পাঠিয়ে অপমান করা হয়েছে। তৃণমূল কংগ্রেস তাই এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট পর্যন্ত করেছিল। কিন্তু বিক্ষোভের রেশ কাটেনি। বুধবার ফের এই নিয়ে আওয়াজ তোলে তৃণমূল। শিয়ালদহ স্টেশনে বিক্ষোভ করতে দেখা যায় বিধায়ক মদন মিত্র নেতৃত্বাধীন তৃণমূল কর্মীদের।

আরও পড়ুন- অধিকাংশ জেলায় পজিটিভিটি রেট ১০ শতাংশের ওপর! বাংলা নিয়ে অন্য চিন্তা

এদিন মদন বিক্ষোভ দেখিয়ে প্রশ্ন তোলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে কী ভাবে মেট্রো উদ্বোধন করা হল? এই প্রেক্ষিতে তিনি বিজেপি এবং মেট্রো কর্তৃপক্ষ দু’জনেকেই দুষেছেন। তাঁর কথায়, মুখ্যমন্ত্রীর নাম তারা খাতার পাতা থেকে মুছে দিতে চাইছে। কিন্তু তাতে তাঁর কিছু যায় আসে না। মানুষের হৃদয়ে নাম লেখা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মদন বড় হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিদিন শহরের সব মেট্রো স্টেশনে এই নিয়ে বিক্ষোভ হবে। কামারহাটির তৃণমূল বিধায়কের আরও দাবি, বিজেপি তৃণমূলকে পুরোপুরি শেষ করতে চাইছে। কিন্তু তা কোনও দিন করতে পারবে না।

প্রসঙ্গত, স্টেশন উদ্বোধনের পর শিয়ালদহ থেকে প্রথম মেট্রো রওনা হয় সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে। যদিও ট্রেনে কোনও যাত্রী ছিলেন না। শিয়ালদহ থেকে যাত্রী বিহীন ট্রেনই রওনা হয় সল্টলেক সেক্টর ফাইভের উদ্দেশে। আগামী ১৪ তারিখ থেকে যাত্রীদের জন্য খুলে যাবে এই মেট্রো। এই শাখায় ন্যূনতম ভাড়া হবে ১০ টাকা। শিয়ালদহ স্টেশনে এসক্যালেটরের ব্যবস্থা তো থাকছেই, পাশাপাশি থাকছে লিফটও। থাকবে স্ক্রিন ডোর৷ প্ল্যাটফর্মে ট্রেন ঢোকার পরেই খুলবে ওই দরজা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *