কলকাতা: কলকাতায় চলে এসে এক হোটেলে ছিলেন, সেখান থেকে বেরিয়ে গিয়েছেন অর্জুন সিং। অনেকের ধারণা রবিবারই তৃণমূল কংগ্রেস আবার ফিরতে চলেছেন বিজেপি সাংসদ। দলবদলের জল্পনা উস্কে দিয়ে আগেই তিনি মন্তব্য করেছিলেন যে, তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। তিনি বিজেপিতে থাকবেন কী থাকবেন না তা সময় বলবে। তারপর থেকে গুঞ্জন চলছেই। এই আবহে আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর কথায়, অর্জুনকে বুকে জড়িয়ে ধরতে তাঁর কোনও আপত্তি নেই।
আরও পড়ুন- পাখির চোখ পঞ্চায়েত, বিজেপির প্রস্তুতি নিয়ে অবাক মন্তব্য সুকান্তর
এদিন মদন বলেন, অর্জুনের কথাই ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের শেষ কথা। তিনি যা সিদ্ধান্ত নেবেন তাই সকলকে মানেন এবং মানবে। এখন যদিও তাঁর সম্মতিতে অর্জুন সিং আবার তৃণমূল কংগ্রেসে ফেরেন, দল যদি সেই সিদ্ধান্ত মেনে নেয়, তাহলে তাঁরও অর্জুন সিংকে বুকে টেনে জড়িয়ে ধরতে কোনও অসুবিধা নেই। এই মন্তব্য করে অবশ্য বিজেপিকেও একহাত নিয়েছেন মদন। তাঁর বক্তব্য, বাংলায় বিজেপি করার মতো পরিস্থিতি নেই। ভবিষ্যতে কী হবে কেউ জানে না। একই সঙ্গে শুভেন্দু অধিকারীকে নিয়েও কথা বলেন তিনি। মদনের খোঁচা, ‘শুভেন্দুর যে কী হবে…’। তবে এটাও জানান, রাজনীতিতে চিরশত্রু বলে কিছু হয় না। সবটাই নির্ভর করে পরিস্থিতির ওপর।
ইতিমধ্যে ক্যামাক স্ট্রিটের অফিসে চলে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্জুন সিংও আলিপুরের হোটেল থেকে বেরিয়ে গিয়েছেন। সব চোখ এখন তাঁর দিকেই। এদিকে আলিপুরের ওই হোটেলের বাইরে ছিল তৃণমূলের পতাকা সম্বলিত গাড়ি। তবে অর্জুনের সঙ্গে কারা কারা আছেন, তা জানা যায়নি।