কলকাতা: তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যে আদতে একই মুদ্রার এপিঠ-ওপিঠ, তা ২০২১ বিধানসভা ভোটের আগে থেকেই দাবি করে আসছিল সিপিএম। তাঁদের তরফ থেকেই ‘বিজেমূল’ তত্ত্ব প্রকাশ্যে আনা হয়েছিল। দাবি করা হয়েছিল, বাইরে থেকে যতই এই দুই দল একে অপরের বিরুদ্ধে কথা বলুক, তৃণমূল এবং বিজেপি মিলেমিশে আছে। এখন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পর সেই তত্ত্বই আবার সামনে আনল লাল বাহিনী। সম্প্রতি সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একটি পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি দাবি করেছেন, অনুব্রতর ভাইপো আদতে বিজেপি করেন।
আরও পড়ুন- শুধু চাকরি ‘বিক্রি’ নয়, অন্য সূত্র ধরেও জমেছে নগদের পাহাড়! সন্দেহ ED-র
গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করেছে। তাঁর ১৬ কোটি টাকারও বেশি ফিক্সড ডিপোজিট বাজেয়াপ্ত করা হয়েছে। সিবিআই অনুমান করেছে, এই টাকা অনুব্রতর একাধিক আত্মীয়দের কাছে বিতরণ করা আছে। যাদের মধ্যে অন্যতম তাঁর ভাইপো সুমিত মণ্ডল। এই ভাইপো বিজেপি করতেন বলে ফেসবুকে দাবি করেছেন সিপিএম নেতা সেলিম। ঠিক কী বলেছেন তিনি? ফেসবুকে সেলিম বেশ কয়েকটি ছবি দিয়ে লিখেছেন, ”টেট পাস না করেও অনুব্রত মন্ডলের মেয়ের সঙ্গে তার তুতো ভাই সুমিত মন্ডলও প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছে। এই সুমিত মন্ডল আবার বীরভূমে বিজেপি যুব মোর্চার সম্পাদক। ছবিতে তৃণমূলের অনুব্রত ও বিজেপির অমিতাভ চক্রবর্তীর সঙ্গে সুমিত মন্ডল।” যদিও এই ছবি এবং দাবির সত্যতা যাচাই করেনি আজ বিকেল ডট কম।
কেষ্ট কন্যা সুকন্যা মণ্ডল এবং তাঁর ভাইপো সুমিত সহ একাধিক ‘ঘনিষ্ঠ’ মোট ছ’জন টেট না দিয়েই চাকরি পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। সুকন্যার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলাও হয়েছে। সকলকে তলবও করা হয়েছে। যদিও সুমিত জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে যা অভিযোগ সব মিথ্যে এবং ভুয়ো। তাঁর কাছে সব নথি আছে।