‘আগে আপনার স্ত্রী-মেয়ের মৃত্যুরহস্য…’ অধীরকে বেনজির ব্যক্তিগত আক্রমণ লাভলির

‘আগে আপনার স্ত্রী-মেয়ের মৃত্যুরহস্য…’ অধীরকে বেনজির ব্যক্তিগত আক্রমণ লাভলির

কলকাতা: হাঁসখালির ঘটনা নিয়ে বাংলার রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। সব রাজনৈতিক দলের প্রতিনিধি সেখানে গিয়েছেন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে। গতকাল গিয়েছিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধূরীও। সেখানে গিয়ে তিনি রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে যে মন্তব্য করেছেন, তাকে সত্যি প্রমাণিত করা জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে আজ তাঁকে বিরল ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হল। তাঁকে নিশানা করলেন ‘কয়েক মাস আগে রাজনীতিতে আসা’ তৃণমূল বিধায়ক লাভলি মিত্র।

আরও পড়ুন- ‘দেবাংশুকে তৃণমূলে এনেছেন’, বলতেই ফাঁসলেন ‘তৃণমূলের মিডিয়া মুখপাত্র’

এদিন টুইট করে লাভলি কংগ্রেস সাংসদকে কড়া আক্রমণ করে লেখেন, ”আপনি আগে আপনার স্ত্রী ও মেয়ের মৃত্যু রহস্য সামনে নিয়ে আসুন। সিবিআই তদন্ত চাই। আপনার মেয়ের মৃত্যু রহস্য উন্মোচন হোক। এক নিদারুণ নির্যাতনে, কষ্টে, তিলে তিলে আপনার স্ত্রী মৃত্যু বরণ করেছেন তার সত্যটা সামনে আসুক।” লাভলির এই টুইট বিরাট হইহই ফেলে দিয়েছে বঙ্গ রাজনৈতিক মহলে। এমন এক বিতর্কিত বিষয় যে এইভাবে জনসমক্ষে নিয়ে আসবেন তিনি এটা হয়তো কেউ ভাবেননি। ভাবতে পারবেন না হয়তো অধীর নিজেও। কিন্তু লাভলির এই টুইট আবার পুরোনো ঘটনার বিতর্ক যে উস্কে দিয়েছে তা নিঃসন্দেহে বলা যায়।

আসলে ২০০৬ সালে অধীর এবং তাঁর প্রথম স্ত্রী অর্পিতার একমাত্র কন্যা শ্রেয়সী কলকাতা এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে মারা যান। পুলিশি তদন্তে ওই ঘটনা আত্মহত্যা বলেই জানা গিয়েছিল। পরে ২০১৯ সালে প্রয়াত হন অধীরের প্রথম স্ত্রী। তার আগে দীর্ঘ দিন তারা আলাদা থাকতেন। এতদিন এই প্রসঙ্গ বাংলার কোনও রাজনৈতিক নেতা তা সে যে দলেরই হোক, কেউ তোলেনি। কিন্তু লাভলি যে ইস্যু তুললেন তা নিয়ে যে এখন জলঘোলা হতে বাধ্য তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 1 =