১৫ দিন ধরে বাজবে লতার গান, সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার

১৫ দিন ধরে বাজবে লতার গান, সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার

কলকাতা: না ফেরার দেশে চলে গিয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। কোভিড মুক্ত হয়েও করোনা পরবর্তী জটিলতায় পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি। আজ সকাল ৮ টা ১২ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯২ বছর বয়সি ভারতরত্না। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লতার মৃত্যুতে বড় ঘোষণা পর্যন্ত করে দিয়েছেন তিনি। নবান্নের তরফে জানান হয়েছে, আগামীকাল অর্ধ দিবস ছুটি থাকবে রাজ্যে। এছাড়াও আগামী ১৫ দিন ধরে চলবে লতা মঙ্গেশকরের গান। এদিন লতা মঙ্গেশকরের প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করে আরও বলেন, ”কিংবদন্তি সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে আমি গভীরতম শোক প্রকাশ করছি। তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঅ্যাঙ্গেল।”

আরও পড়ুন- প্রবল হাওয়ার জেরেই বন্ধ রাখা হয় নেতাজির হলোগ্রাম,বিতর্কের মাঝে সাফাই সংস্কৃতি মন্ত্রকের

সুর সম্রাজ্ঞীর প্রয়াণের খবরে ব্যথিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাষ্ট্রপতি থেকে শুরু করে সকল কেন্দ্রীয় মন্ত্রীও। এদিন টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, তিনি এই খবর শুনে কার্যত নির্বাক। দয়ালু এবং যত্নশীল লতা দি তাদের ছেড়ে চলে গিয়েছেন। তিনি দেশে একটি শূন্যতা রেখে গেলেন যা পূরণ করা যাবে না। আগামী প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির একজন পথিকৃৎ হিসেবে মনে রাখবে যিনি সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার ক্ষমতা রাখতেন। মোদী এও জানান, তাঁর সঙ্গে লতা মঙ্গেশকরের যেটুকু আলাপ এবং কথাবার্তা ছিল তা তিনি চির জীবন মনে রাখবেন। তিনি সব সময় উন্নততর এবং শক্তিশালী দেশ দেখতে চাইতেন বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। আবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেন, ”একজন ভারতরত্ন, লতাজির কৃতিত্ব অতুলনীয় থাকবে”।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি করোনা ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। ২৭ দিন ধরে তিনি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। মাঝে কিছুটা সুস্থ হলেও আবার শারীরিক অবস্থার অবনতি হয় তাঁর। আজ সকালে সব শেষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eight =