‘মহিলায় অ্যালার্জি, পুরুষ দেখলে ঝাঁপিয়ে পড়ে’, দেহরক্ষীর মৃত্যু প্রসঙ্গে বিরোধী নেতাকে খোঁচা কুণালের

কুণাল বলেন, ''কোনও একজন নেতার দেহরক্ষীর আত্মহত্যার রহস্যমৃত্যু এসছে এবং তার সঙ্গে হোমোসেক্সুয়ালিটির অভিযোগ আসছে তদন্তে। সেই তদন্ত কেন থেমে আছে? কোন সে নেতা যে একটা হোমোসেক্সুয়াল তাঁর ব্যক্তিগত দেহরক্ষীকে খুন করেছে?''

কলকাতা: ‘ডোন্ট টাচ মাই বডি, আই অ্যাম মেল।’ নবান্ন অভিযানের দিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর করা এই উক্তি নিয়েই এখন যত চর্চা চলছে বাংলায়। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাঁকে তো মুহুর্মুহু আক্রমণ করা হচ্ছে, খোঁচা দেওয়া হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কুণাল ঘোষ তাঁকে একহাত নিয়েছেন। ”পুরুষ পছন্দ করা নেতা”, ”পুরুষ বলে প্রমাণ দিতে হচ্ছে”, এমন সব মন্তব্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা হয়েছে। এবার নাম না করে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ এক বিজেপি নেতাকে যৌন বিকৃত, হোমোসেক্সুয়াল বললেন। একই সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষীর মৃত্যুর মামলার তদন্ত দাবি করলেন। কে সেই নেতা?

আরও পড়ুন- কয়লা পাচার-কাণ্ডে BJP নেতা জিতেন্দ্র তিওয়ারিকে CID তলব, ভবানী ভবনে হাজিরার নির্দেশ

এদিন সাংবাদিক বৈঠকে কুণাল বলেন, ”কোনও একজন নেতার দেহরক্ষীর আত্মহত্যার রহস্যমৃত্যু এসছে এবং তার সঙ্গে হোমোসেক্সুয়ালিটির অভিযোগ আসছে তদন্তে। সেই তদন্ত কেন থেমে আছে? কোন সে নেতা যে একটা হোমোসেক্সুয়াল তাঁর ব্যক্তিগত দেহরক্ষীকে খুন করেছে? কেন তদন্ত আটকে আছে? পুলিশ এই তদন্তের ব্যবস্থা করুক।” কুণালের আরও আক্রমণাত্মক ভাবে বলেন, ”কোন সে নেতা, আমরা কোনও নাম বলছি না। যার মহিলায় অ্যালার্জি, পুরুষ দেখলে ঝাঁপিয়ে পড়ে, কোন সে নেতা? কোন সে নেতার দেহরক্ষী যাকে শারীরিক নির্যাতন করছিল, জানাজানির ভয়ে তাঁকে খুন করে দেওয়া হয়, আত্মহত্যা বলে চালানো হয়েছে। পুলিশ তদন্ত করুক। আমরা কোনও নাম বলছি না।”

এখানেও থেমে থাকেননি কুণাল ঘোষ। আরও বলেন, ”একজন মানসিক বিকৃত, হোমোসেক্সুয়াল লিডার তাঁর ব্যক্তিগত দেহরক্ষীকে শারীরিক নির্যাতন করবে আর জানাজানির ভয়ে খুন করবে, আর তদন্ত মাঝপথে আইনি জট বলে থেমে থাকবে, এটা হতে পারে না। কুণালের এইসব মন্তব্য শুনে রাজনৈতিক মহলের অধিকাংশের মত, তিনি পরোক্ষে নিশানা করছেন রাজ্যের বিরোধী দলের গুরুত্বপূর্ণ নেতাকেই, যার নবান্ন অভিযানের মন্তব্য নিয়ে এখন রাজ্যে আলোচনা তুঙ্গে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *