চায় না জট খুলুক! অভিষেকের বৈঠক ইস্যুতে বিরোধীদের তোপ কুণালের

চায় না জট খুলুক! অভিষেকের বৈঠক ইস্যুতে বিরোধীদের তোপ কুণালের

7dac1b139613b0df111f255b7a2d3453

কলকাতা: পার্থকাণ্ডের জেরে এমনিতেই অস্বস্তিতে রাজ্য সরকার। চাকরি নিয়ে বিক্ষোভ এখনও চলছে। কিন্তু সমস্যা সমাধানে শুক্রবার আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মেধা তালিকাভুক্ত সকলের চাকরির আশ্বাস দেন। চাকরিপ্রার্থীরা যে এই বৈঠকে খুশি তা তাঁরা ইতিমধ্যে জানিয়েছেন। যদিও গোটা বিষয়টি নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কী ‘অধিকার’ আছে এই আশ্বাস দেওয়ার, তা জানতে চান তাঁরা। এই নিয়ে মুখ খুলে বিরোধীদের কার্যত ধুয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

আরও পড়ুন- SSC-দুর্নীতিতে কোটি কোটি ‘কালো টাকা’ কোথা থেকে এল? কেন্দ্রের কাছে জবাব তলব অভিষেকের

নিজের সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করে কুণাল লিখেছেন, ”অভিষেক জট খুলতে উদ্যোগী হতেই গায়ে জ্বালা ধরেছে বিরোধীদের। বৈঠক তাঁর সঙ্গে কেন? এই প্রশ্ন থেকে ঈর্ষাজনিত পোড়া গন্ধ আসছে।” আসলে কুণাল এই দীর্ঘাইত পোস্টে কার্যত বিরোধীদের জবাব দিয়েছেন। তিনি বলেছেন, ”অভিষেক জট খুলে প্রার্থীদের চাকরি দেওয়ার পথের সন্ধান করছেন। এখানে আপত্তি আর জলঘোলা করার মানে হল বিরোধীরা চায় না জট খুলুক। চাকরি হোক। এরা চায় চাকরির জটিলতা থাক এবং আন্দোলন চলুক। এই বিরোধীরা প্রার্থীদের নিয়ে রাজনীতি করতে আগ্রহী। দলের তরফে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক জট কাটানোর বৈঠক করতেই পারেন। এটা তো সদিচ্ছা, আন্তরিকতার প্রমাণ।” একাধারে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে একহাত নিয়েছেন কুণাল এই পোস্ট করে।

বিরোধীদের আরও তোপ দেগে কুণাল বলেন, ”এঁদের মুখোশ খুলে গিয়েছে। যে বাম, বিজেপি, কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বাংলাসহ দেশে বহু দুর্নীতি, নিয়োগ অনিয়ম, সস্তা রাজনীতির অভিযোগ আছে, তারা এখন তাদের প্রচারের রাজনীতির স্বার্থে অভিষেকের জট খোলার চেষ্টার বৈঠকের বিরুদ্ধে কথা বলতে মরিয়া। তৃণমূলের উদ্দেশ্য, আন্দোলনকারীদের যন্ত্রণার অবসান ঘটানো।” সাফ কথা কূণাল ঘোষের। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *