Aajbikel

বরফে ঢাকা ভিক্টোরিয়া থেকে শ্যামবাজার! জমল গঙ্গার জল, এ কী হল কলকাতায়?

 | 
কলকাতায় বরফ

কলকাতা:  সেই ডিসেম্বর মাস থেকে শীতের অপেক্ষায় হাপিত্যেশ করে বসেছিল কলকাতার মানুষ৷ কিন্তু, বছর শেষে শীতের দেখা মেলেনি৷ তবে নতুন বছর পড়তেই জাঁকিয়ে শীত শহরে৷ একেবারে হাড়ে কাঁপুনি ধরাচ্ছে৷ শুধু কি তাই? হঠাৎ করেই শহরে শুরু তুষারপাত! তিলোত্তমা ঢাকা পড়ল সাদা বরফের চাদরে! ভিক্টোরিয়া থেকে হাওড়া ব্রিজ, শ্যামবাজারের পাঁচ মাথা সর্বত্র শুরু বরফ আর বরফ৷ কল্লোলিনী কলকাতার বিভিন্ন প্রান্তে সকাল থেকেই শুরু স্নো ফল!

আরও পড়ুন- ৫০টির বেশি বেনামি অ্যাকাউন্টের হদিশ পেল সিবিআই, চাঞ্চল্য

কলকাতার রাস্তায় দাঁড়িয়ে থাকা হলুদ ট্যাক্সির গায়ে সাদা বরফের আস্তরণ দেখে যেন মন ভালো হয়ে গিয়েছে শহরবাসীর৷ ভাবছেন এ আবার কী বলছি? আসলে বৃহস্পতিবার সকাল থেকেই কলকাতার কিছু ছবি নেটপাড়ায় ভাইরাল হয়েছে৷ যেখানে ধরা পড়েছে শহর কলকাতায় তুষারপাতের ছবি৷ 

ট্যাক্সি


ছবিতে দেখা গিয়েছে, হাওড়া ব্রিজের নীচ দিয়ে বয়ে যাওয়া গঙ্গায় মোটা বরফের চাঁই৷ ভিক্টোরিয়ার গোটা প্রাঙ্গণে সাদা বরফের গালিচা, শ্যামবাজারের পাঁচমাথার মোড়ে তো একেবারে ঝরে পড়েছে সাদা তুলোর মতো তুষার। শীতের সকালে চায়ের কাপে চুমুক দিতে দিতে ভাইরাল হওয়া এই সব ছবি দেখে তো হেসে খুন নেটিজেনরা। তবে কলকাতায় তুষারপাতের এইসব ছবি যে সকলের মন ছুঁয়েছে তা বলাই বাহুল্য।


মনে করা হচ্ছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এই ছবিগুলি সাজিয়ে তোলা হয়েছে। এখানে কোনও এডিটিং-এর সাহায্য নেওয়া হয়নি৷ সে কারণেই এগুলি যে ‘সত্যি’ হয়ে উঠেছে৷ এদিকে, কলকাতায় বেশ ভালোই শীত পড়েছে৷ বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস৷ রেকর্ড গড়ে সর্বনিম্ন তাপমাত্রা ছুঁয়েছে ১২ ডিগ্রির পারদ৷ জেলায় ঠাণ্ডা আরও একটু বেশি৷ কলকাতার চেয়ে ২-৩ ডিগ্রি কম। উত্তুরে হাওয়ার দাপটেই রাজ্যজু়ড়ে পারদ পতন বলে জানিয়েছে হাওয়া অফিস। আজই মরশুমের শীতলতম দিন বলেও জানানো হয়েছে৷ শীত আসতেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই সহ মজার ছবি৷ 

শ্যামবাজার


তবে বরফ না পড়লেও কলকাতাবাসীর একেবারে জবুথবু অবস্থা৷ কেই বলছে, আজ স্নান করতে পারলে মিলবে সাহসিকতার পুরস্কার৷ কেউ আবার বলছে, বরফ পড়ার মতই অবস্থা! কেউ কেউ তো আবার সব কিছুর সীমা ছাড়িয়ে লিখলেন, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শীতকালে স্নান করতে গিয়েই লিখেছিলেন, ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে!’ নানা হাসি-মশকরায় শীতের ‘ওম’ নিচ্ছে শহরবাসী৷  
 

Around The Web

Trending News

You May like