ঘুষ দেবেন না, আদালত আপনার পাশে! শিক্ষিকাকে আশ্বাস বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

ঘুষ দেবেন না, আদালত আপনার পাশে! শিক্ষিকাকে আশ্বাস বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

কলকাতা: প্রথমে চাকরিতে বাধা, তারপর প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত। কোনও দিশা না পেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শ্যামপুর হাইস্কুলের শিক্ষিকা শিউলি সাহা। তাঁর মামলার শুনানিতেই বড় আশ্বাস দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে স্পষ্ট করেই বললেন, কোনও ঘুষ না দিতে। আদালত তাঁর পাশে আছে। আসলে শিউলির অভিযোগ, উলবেরিয়া অতিরিক্ত স্কুল পরিদর্শক তার ২৫ বছরের বকেয়া মেয়ের মিটিয়ে দেওয়ার জন্য ১০ লক্ষ টাকা চেয়েছিলেন।

আরও পড়ুন- রেলের উচ্চপদে এবার শুধু যোগ্যতাই যথেষ্ট নয়, বাধ্যতামূলক হচ্ছে মনঃশক্তির পরীক্ষা

মামলাকারী শিউলি সাহা শ্যামপুর হাইস্কুলের শিক্ষাকতার চাকরি করতেন। অজ্ঞাত কারণে তাঁকে বিদ্যালয় ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। আদালতের নির্দেশ থাকা সত্বেও তিনি চাকরিতে বাধা প্রাপ্ত হন। পরবর্তীকালে অবসর গ্রহণ করার পর তিনি তার প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত হন। অগত্যা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ দরস্ত হন তিনি। কান্নায় ভেঙে পড়ে শিউলি আদালতে জানান, ২৫ বছরের বকেয়া মেয়ের মিটিয়ে দেওয়ার জন্য ১০ লক্ষ টাকা দিতে হবে তাঁকে! এই শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি আগামী ১৮ অগাস্ট ব্যক্তিগত হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে উলবেরিয়ার অতিরিক্ত স্কুল পরিদর্শক বনমালী জানাকে। একই সঙ্গে তাঁকে হলফনামা দিয়ে জানাতে হবে কেন শিউলি সাহা এখনো পর্যন্ত তাঁর বকেয়া অর্থ পাননি।

৮৫ বছরের শিউলি আদালতে জানান, বিভাগের নির্দেশ মোতাবেক সমস্ত কাগজপত্র জমা দিয়েছিলেন তিনি কিন্তু তা সত্বেও তাকে বারংবার ডেকে পাঠানো হচ্ছে। বনমালী জানা তাঁকে হোয়াটস অ্যাপের মাধ্যমে মেসেজ করে জানান তার সঙ্গে দেখা করার জন্য। বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁকে আশ্বস্ত করে বলেন, আদালত আপনার পাশে আছে। কাউকে যেন তিনি কোনও ঘুষ না দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − six =