কলকাতা: তিনি আদতে কোনও সেলেব্রিটি নন। কিন্তু এই মুহূর্তে তাঁকে বাংলার তথা দেশের কেউ চেনেন না, এমন নয়। তিনি কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বর্তমানে রাজ্যে দুর্নীতির বিরুদ্ধে যা যা নির্দেশ আসছে বা পদক্ষেপ হচ্ছে তার সিংহভাগ কারণ তাঁকেই বলা যায়। সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলার এক জনপ্রিয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে অনেক কথাই জানালেন। কেন দুর্নীতি মামলায় এত সুস্পষ্ট নির্দেশ দিচ্ছেন তিনি? খোলসা করলেন নিজেই।
আরও পড়ুন: উল্কার গতিতে ঘটেছিল উত্থান! ক্ষমতায় থাকতেই লাল থেকে সবুজে ঝাঁপ সুবীরেশের
সংবাদমাধ্যমের সাক্ষাতকারে বিচারপতি জানান, তিনি খুব ভাল করে জানেন রাজনীতিবিদরা বা আধিকারিকরা ভীষণ কৌশলী। তদন্তের সময় বেঁধে দেওয়ার কারণ তাঁরা যাতে এড়িয়ে না যেতে পারেন। কারণ সময় বেঁধে না দিলে তাঁরা বেরিয়ে যাবেন। অনেক তথ্য নষ্ট হতেও পারে। বিচারপতির কথায়, তাদের প্রচুর টাকা। আইনি পরামর্শ নেওয়ার মতো প্রচুর টাকা খরচ করতে পারে সারা দেশজুড়ে। তিনি বলেন, তাঁর নির্দেশ যদি স্পষ্টভাবে দেওয়া না থাকে তাহলে তাঁরা এড়িয়ে যাবে আর সিবিআই জিজ্ঞাসাবাদ এড়িয়ে গেলেই তাহলে তাঁরা অনেক প্রমাণ নষ্ট করে ফেলতেও পারে। বিচারপতির কথায়, কোর্টের আদেশ নিয়ে ছেলেখেলা তিনি একেবারেই পছন্দ করেন না। তাই নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন তিনি তদন্তের প্রেক্ষিতে।
যদিও তাঁর এই সাক্ষাৎকার নিয়ে তাঁর বিরুদ্ধেই আদালতে মামলা হয়েছে। আবেদনকারী আইনজীবীর দাবি, একজন সিটিং বিচারপতি এই ভাবে সংবামাধ্যমে সাক্ষাৎকার দিতে পারেন না। এটা উচিত হয়নি একদমই। তাই এই আবেদন আদালত গ্রহণ করেছে বলেই খবর। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি।