নয়াদিল্লি: এমন অনেক কিছু বিষয় আছে যাতে ভাল ফল করেছে বাংলা। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয় সকলের সামনে এনেছেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প লেটার মার্কস পেয়েছে। কিন্তু এবার যে বিষয় শীর্ষ স্থান পেল বাংলা তা নিয়ে মোটেই গর্ব করা যায় না। অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়া মেয়েদের হারে দেশের মধ্যে সবচেয়ে এগিয়ে বাংলা! সম্প্রতি এমন তথ্য সামনে এসেছে।
আরও পড়ুন- বগটুইয়ে নেই, দিল্লিতে দিলীপ, দলের নির্দেশ, নাকি নিজস্ব মর্জি?
যে তথ্য সামনে এসেছে তাতে দেখা গিয়েছে, পশ্চিমবঙ্গে ১০০ জনের মধ্যে ৪৫ জনের বেশি মেয়ের ২১ বছর বয়স হওয়ার আগেই বিয়ে হয়ে যায়। এই রাজ্যে মেয়েদের বিয়ের বয়েসের গড় মাত্র ২১ বছর। যেখানে জাতীয় স্তরে মেয়েদের বিয়ের গড় বয়স ২২.১ বছর। সম্প্রতি ২০১৯-এর ‘স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম’-এর পরিসংখ্যান প্রকাশ পেয়েছে। তাতেই উঠে এসেছে এই চমকপ্রদ তথ্য। গোটা দেশের নিরিখে তো বাংলা শীর্ষে। তাহলে বাকি রাজ্যের অবস্থান কী? জানা গিয়েছে, দিল্লিতে মেয়েদের বিয়েদের গড় বয়স ২৪.১ বছর, পঞ্জাবে ২৪.২ বছর। উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহারও বাংলার থেকে এগিয়ে এই ক্ষেত্রে।
পরিসংখ্যান আরও বলছে, বিয়ের ন্যূনতম বয়স ১৮ বছর হলেও পশ্চিমবঙ্গে ৩.৭ শতাংশ মেয়ের আগেই বিয়ে হয়ে যাচ্ছে। হিসেব অনুযায়ী, ৪৫.৯ শতাংশ মেয়েদের ২১ বছরের আগেই বিয়ে হয়ে যায় বাংলাতে। অন্যদিকে, পঞ্জাবে ৭৬ শতাংশ বা জম্মু-কাশ্মীরে ৮৫ শতাংশের বেশি মেয়ে ২১ বছরের পরে বিয়ে করেন। বোঝাই যাচ্ছে যে এই বিষয়ে বাংলার অবস্থান ঠিক কোথায়। যদিও এই ইস্যুতে সুর চড়িয়েছে রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। তাদের বক্তব্য, পশ্চিমবঙ্গে কম বয়সে বিয়ের সংখ্যা বেশি দেখা যাচ্ছে, কারণ এখানে বেশির ভাগ বিয়েই প্রশাসনের কাছে নথিভুক্ত হয়। অন্য অনেক রাজ্যে তা হয় না। তাই আসল তথ্য প্রকাশ্যে আসছে না।