কলকাতা: এদিন সাত সকালেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির হন কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। অন্যদিকে রাজ্যের শিক্ষাপ্রতিমন্ত্রী পরেশ অধিকারীর উত্তরবঙ্গের বাড়িতেও হানা দিয়েছেন ইডি আধিকারিকরা সঙ্গে এরয়েছে কেন্দ্রীয় বাহিনীও। এবার পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়ের বাড়িতে আইটি হানা হল। তাঁর জামাইয়ের মামার বাড়িতে হানা দিল আধিকারিকরা। জানা গিয়েছে, পিংলায় এদিন দুপুরে এসেছে আয়কর দফতর।
আরও পড়ুন- কয়লা পাচার মামলায় CBI-এর দ্বিতীয় নোটিসে সাড়া, নিজাম প্যালেসে শওকত মোল্লা
সূত্রে মারফৎ জানা গিয়েছে, ৫ থেকে ৬ জন আয়কর দফতরের আধিকারিক এসেছেন পার্থর আত্মীয়ের বাড়িতে। কিন্তু কেন তাঁরা এই হানা দিলেন সেটা এখনও স্পষ্ট হয়নি। এও জানা গিয়েছে যে, তাদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর সদস্যও আছে। তাঁরা বাড়ির বাইরে টহল দিচ্ছেন। প্রসঙ্গত SSC দুর্নীতি মামলায় শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং শিক্ষা প্রতিমন্ত্রী পরে অধিকারীর বাসভবন ছাড়াও মোট ১৩ টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডির প্রায় ৮০-৯০ জন আধিকারিক। এখন পরিস্থিতি এমন যে, ইডি এবং আয়কর দফতরের আধিকারিকদের কার্যত ‘ঘেরাওতে’ রয়েছেন রাজ্যের মন্ত্রী।