BREAKING: ছয় শর্তে পুজোর অনুদানে সায় কলকাতা হাই কোর্টের

BREAKING: ছয় শর্তে পুজোর অনুদানে সায় কলকাতা হাই কোর্টের

 কলকাতা: শর্ত সাপেক্ষে পুজোর অনুদানে সায় কলকাতা হাই কোর্টের৷ রাজ্যের সিদ্ধান্তে সিলমোহর দিল উচ্চ আদালত৷ প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিতে পারবে রাজ্য৷ এমনটাই জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ তবে ৬টি শর্ত সাপেক্ষে পুজো অনুদানে অনুমতি দেওয়া হয়েছে৷

আরও পড়ুন- ‘যেখানে আটকাবে, সেখানেই বসে পড়ব’, নবান্ন অভিযানের আগে হুঙ্কার দিলীপের

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব তাঁর নির্দেশে বলেছেন, মূলত ছটি শর্তে রাজ্য কমিটিগুলিকে অনুদান দেওয়ার যে আবেদন করা হয়েছিল তা মঞ্জুর করা হচ্ছে৷ এই শর্তসাপেক্ষে পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া যাবে। তবে কোন ছটি শর্তে তিনি এই আবেদনকে মান্যতা দিয়েছেন, তা স্পষ্ট করেননি৷ কিছুক্ষণের মধ্যেই নির্দেশনামার কপি কলকাতা হাই কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হবে৷ তখনই এই শর্তগুলির কথা লেখা থাকবে৷ এর আগেও অনুমোদনের প্রশ্নে শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছিল কলকাতা হাই কোর্ট৷

প্রসঙ্গত, এই বছর রাজ্যের ৪৩ হাজার দুর্গাপুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগের দু’বছর পুজো কমিটিগুলিকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এ বার একলাফে তা বেড়ে ৬০ হাজার টাকা করা হয়৷ পাশাপাশি পুজো কমিটিগুলি বিদ্যুৎ বিলে ছাড় দেওয়া হবে বলেই ঘোষণা করা হয়৷ 

মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে দুটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়৷ মামলাকারীদের বক্তব্য ছিল, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা ডিএ বকেয়া রয়েছে। তাঁদের সেই প্রাপ্য না মিটিয়ে পুজো কমিটিগুলোকে এই বিশাল অঙ্কের টাকা অনুদান দেওয়ার সিদ্ধান্ত কেন নিল রাজ্য সরকার? এই সিদ্ধান্ত সঠিক নয়। এদিকে, এই মামলায় রাজ্য সরকারের তরফে হাইকোর্টে হলফনামায় পেশ করে বলা হয় রাজ্য সরকারের কর্মচারীদের কোনও মহার্ঘ ভাতা বকেয়া নেই। তাই এই মামলার গ্রহণযোগ্যতাই নেই। রাজ্য সরকারের তরফে আরও দাবি করা হয়, ডিএ এবং পুজোর অনুদান দুটি সম্পূর্ণ পৃথক বিষয়।